Sunday, August 24, 2025

পাখির চোখ নির্বাচন: বাজেটে কী পেল বাংলা?

Date:

Share post:

পাখির চোখ নির্বাচন। সেদিকে তাকিয়ে বাংলা-সহ চার রাজ্যের প্রতি এবার বাজেটে একটু বাড়তি গুরুত্ব দিল কেন্দ্র। বাংলার ভাগ্যে কী কী জুটল? সড়কের পাশাপাশি জোর দেওয়া হয়েছে চা শিল্পে। তৈরি হবে ফ্রেট করিডর।

রাস্তার পরিকাঠামোয় জোর দেওয়ার জন্য বাংলা-সহ চার রাজ্যে নয়া অর্থনৈতিক করিডরের প্রস্তাব করা হয়েছে বাজেটে। আগামী কয়েক মাসের মধ্যেই এই চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন।

রাজ্যের শাসকদল বারবার অভিযোগ করে যে, রাজ্য সড়কগুলি যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। এ সরকারের আমলে গ্রামের বেশিরভাগ কাঁচা রাস্তা পাকা করা হয়েছে। কিন্তু জাতীয় সড়কের বেহাল দশা। এর কারণে দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ। এবার বাজেটে বাংলার সড়ক সংস্কারের জন্য ২৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। একইসঙ্গে কলকাতা-শিলিগুড়ি সড়কের উন্নয়ন করা হবে। ৬৭৫ কিলোমিটার অর্থনৈতিক করিডর তৈরি করা হবে।

শুধু সড়ক নয় এবারের রেল বাজেটে পশ্চিমবঙ্গকে উপহার দেওয়া হয়েছে। গোমো থেকে ডানকুনি পর্যন্ত বিশেষ করিডর হবে। খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত হবে ইস্ট ফ্রেট করিডর।

গত লোকসভা নির্বাচনে নিরিখে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেখানে কেন্দ্রের শাসকদল জমি হারাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। বরং এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস পুরনো শক্তি পুনরুদ্ধার করছে। এবার বাজেটে তাই চা শিল্পে জোর দেওয়া হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। পশ্চিমবঙ্গ ও অসমের চা-শ্রমিকদের উন্নয়নে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জোর দেওয়া হয়েছে মহিলা এবং শিশু বিকাশের উপর। সব মিলিয়ে বাংলার ভাগ্যে ভোটের আগে বাজেট বরাদ্দ মন্দ না বলেই মত বিশেষজ্ঞ মহলের। তবে বিরোধীদের অভিযোগ এ বাজেটে কোন দিশা নেই।

আরও পড়ুন:৭৫-এর অধিক বয়স্ক পেনশনভোগীদের দিতে হবে না আয়কর, বাজেটে বড় ঘোষণা নির্মলার

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...