Friday, November 7, 2025

‘কৃষকরা নয়, পিছু হটতে হবে সরকারকেই’, হুঁশিয়ারি রাহুলের

Date:

Share post:

দিল্লির অন্দরে কৃষকদের(Farmer) প্রবেশ ঠেকাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সরকার। সিংঘু সহ একাধিক সীমান্তে বিশাল ব্যারিকেডের পাশাপাশি কাঁটাতার ও পেরেক পোঁতা হয়েছে। সরকারের এহেন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এবার বিবৃতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। পাশাপাশি প্রশ্ন তুললেন ‘কেন এগুলি করছে মোদি সরকার(Modi government)? তবে কি তারা কৃষক আন্দোলনকে ভয় পাচ্ছে?’

বুধবার সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানালেন, ‘সরকারের কাজ কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো, ভয় দেখানো নয়। কৃষকরা দেশের শক্তি। তাদের মেরে, ধমক দিয়ে পিছু হটানো সরকারের কাজ নয়। সরকারের কাজ হওয়া উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করা।’ এরপর সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ‘কৃষকরা পিছু হটবে না। পিছু হটতে হবে সরকারকে।’ পাশাপাশি বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে সরকার এর বিরোধিতায় সরব হন রাহুল। বলেন, যদি সরকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের হাতে পয়সা দিত তাহলে দেশের অর্থনীতি ফের দ্রুতগতিতে নিজের জায়গায় ফিরে আসত। তবে সরকার সেটা না করে ভুল পথে হাঁটছে।

আরও পড়ুন:সৌদি আরবে ঢুকতে নিষেধাজ্ঞা ভারতীয়দের

উল্লেখ্য, শুরু থেকেই কৃষক আন্দোলনকে সমর্থন করে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কৃষকদের দাবির পক্ষে গিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন তিনি। যে তিনটি কৃষি আইন নিয়ে এত বিরোধ। অবিলম্বে সেগুলি বাতিল করার পাশাপাশি নতুন করে বিল আনার প্রস্তাব দিয়েছে কংগ্রেস। পাশাপাশি বিল নিয়ে বিস্তারিত আলোচনার পর তা পাস করানোর অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে আবার কৃষি আইন বাতিলের দাবিতে অনড় দেশের কৃষকরা ফের সরকারের ওপর চাপ বাড়াতে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে।

Advt

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...