সৌদি আরবে ঢুকতে নিষেধাজ্ঞা ভারতীয়দের

সৌদি আরবে ঢুকতে ২০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। করোনা সংক্রমণ ঠেকাতে নতুন করে এসব দেশের নাগরিকদের প্রবেশে বন্ধ করছে সৌদি।
যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই তালিকায় রয়েছে- ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত, জাপান আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও আয়ারল্যান্ড।
বুধবার রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে
এক নির্দেশে জানানো হয়েছে, সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি। কিন্তু ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিল সৌদি।

Previous articleভর্তুকিমুক্ত হয়ে কেরোসিনের দামও হবে লাগামছাড়া
Next articleশিয়ালদহ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুটারচালকের