Sunday, August 24, 2025

ফের এনআরসি-সিএএ বিরোধী বার্তা, তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল: মমতা

Date:

Share post:

তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল- কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তপশিলি জাতি-উপজাতির সম্মেলনে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সভার শুরুতেই কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। মুখ্যমন্ত্রী বক্তব্যের শুরুতেই দুজন উঠে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করেন। ভাষণে ছেদ হওয়ায় ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন পুলিশের সিকিউরিটি কোথায়? বিরোধী দলের বিরুদ্ধে সভায় লোক ঢুকিয়ে গোলমালের অভিযোগ করেন তৃণমূল। কিছুক্ষণের জন্য সভার কাজ বন্ধ রাখা হয়। সবাইকে শান্ত থাকার আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। পরিস্থিত শান্ত হলে ফের ভাষণ শুরু করেন মমতা।

বক্তব্যের শুরুতে মুখ্যমন্ত্রী বলেন, সভায় এসে কোনও কিছু চাওয়া যায় না। তার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি আছে। এরপরেই তিনি বলেন, আর কয়েকদিন পরেই নির্বাচনের ঘোষণা হবে। তার আগে কেউ কেউ এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে বলে দাবি জানাচ্ছেন। সেটা এখন করা সম্ভব নয়। “তাতে আমাকে ভোট না দিলে দেবেন না। আমার কিছু আসে যায় না। যাঁরা আমার সঙ্গে থাকবেন, তাঁদের ভোটেই আমার সরকার হয়ে যাবে।’’

এরপরেই তৃণমূল (Tmc) সুপ্রিমো বলেন, “তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল। বিজেপি (Bjp) মিথ্যে খবর ছড়ায়। ওদের ভিডিও দেখে বিশ্বাস করবেন না”। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে ১০ হাজার শিক্ষককে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু সরকার গড়ার পরে তাঁদের স্থায়ী করা দূরের কথা, চাকরিই চলে গিয়েছে। অসমে এনআরসি-র নামে অনেককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা।

মমতা অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য ট্রেন দেয়নি মোদি সরকার। কিন্তু ‘চোরেদের’ দিল্লি নিয়ে যাচ্ছে চার্টার্ড বিমানে।

এদিন ফের এনআরসি-সিএএ (Nrc-Caa) করতে দেবন না বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে উত্তরবঙ্গের সব আসন, জঙ্গলমহলের সব আসন নিয়েছে, কিন্তু কোনও কাজ করেনি বিজেপি।

যে দুজন সভার শুরুতে গোলমাল করেন, সভার শেষে মমতা তাঁদের ডেকে নেন। তিনি বলেন, কিছু বলার থাকলে সভার শেষে বলবেন, শুরুতে কিছু বলবেন না।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...