Wednesday, January 14, 2026

৬৫ বছরের ওপরে বয়স্কদের কোভিশিল্ড নয়! জানাচ্ছে এই দেশগুলি

Date:

Share post:

৬৫ বছরের ওপরে যাঁদের বয়স তাঁদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি করোনাভাইরাসের টিকা না দেওয়ার সিদ্ধান্ত জানাল ডেনমার্ক ও নরওয়ে। দুই দেশের স্বাস্থ্যমন্ত্রক থেকে বিবৃতি জারি করে বলেছে, ৬৫ বছরের অধিক বয়সীদের কোভিশিল্ড দেওয়া হবে না। এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে, বয়স্কদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি টিকার প্রভাব সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

ডেনমার্কের ন্যাশনাল বোর্ড অফ হেলথ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বয়স্কদের মধ্যে এই টিকার কার্যকারিতা সম্পর্কে আরও তথ্য না পাওয়ার আগে পর্যন্ত কোভিশিল্ড ৬৫ বছরের কম বয়সীদের দেওয়া উচিত। বুধবার বেলজিয়ামের কর্তৃপক্ষ ৫৫ বছরের অধিক বয়সীদের টিকা না নেওয়ার সুপারিশ করে। এর আগে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনও শুধু ৬৫ বছরের কম বয়সীদের জন্য এ টিকার ব্যবহার সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়। সুইজারল্যান্ডও যে কোনও বয়সের মানুষের জন্য কোভিশিল্ড প্রয়োগ করার অনুমোদন দেয়নি। অন্যদিকে, জার্মানির দু’টি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, অক্সফোর্ডে-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি টিকা বয়স্কদের কাজে আসে না। সেখানে দাবি করা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮-১০ শতাংশ।

হ্যান্ডলসব্যাট-এর রিপোর্টে রয়েছে, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন মাত্র ৮ শতাংশ কার্যকর। আর বিল্ডের রিপোর্ট বলছে, তা ১০ শতাংশের কম কার্যকর। তবে কোভিশিল্ডের কার্যকারিতা সম্পর্কে আত্মবিশ্বাসের কথা জানিয়ে অ্যাস্ট্রাজেনেকা এক বিবৃতিতে জানিয়েছে, অতিমারির সময়ে তাঁদের টিকার বাস্তব প্রভাব রয়েছে। চারটি মহাদেশের প্রায় অর্ধশত দেশে এর অনুমোদন দেওয়া হয়েছে৷

আরও পড়ুন-‘তোমাকে চাই’, ২৮শের ব্রিগেডে বুদ্ধবাবুর ছোঁয়া পেতে মরিয়া বামফ্রন্ট

Advt

spot_img

Related articles

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...