Saturday, August 23, 2025

১৮ মাস পরে ফিরল 4G ইন্টারনেট পরিষেবা, খুশির হাওয়া জম্মু-কাশ্মীরে

Date:

Share post:

দীর্ঘ ১৮ মাস পর জম্মু ও কাশ্মীরে চালু হল ইন্টারনেট পরিষেবা। চালু হল 4G পরিষেবা। টুইট করে একথা জানিয়েছেন কাশ্মীরের বিদ্যুৎ ও তথ্য দফতরের প্রধান সচিব রোহিত কনসাল এবং কংগ্রেস নেতা ওমর আবদুল্লা। বিশ্বের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘটনা ঘটেছে মায়ানমারে। ১৯ মাস ধরে সে দেশের একটি অংশে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। কিছুদিন আগেই সেখানে চালু হয়েছে ইন্টারনেট।

২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা রদ হওয়ার কয়েকঘণ্টা আগেই জম্মু-কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়। এরপর দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথমে ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়। কাশ্মীরে ইন্টারনেট চালু করার কথা এর আগে সুপ্রিম কোর্টের তরফেও বলা হয়েছিল। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে 2G পরিষেবা ব্যবহারের সুযোগ পান কাশ্মীরবাসীরা। পরে কাশ্মীরের দু’টি জেলা উধমপুর এবং গান্দেরওয়ালে পরীক্ষামূলকভাবে 4G পরিষেবা চালু করা হয়। বাকি ১৮টি জেলার বাসিন্দাদের তখনও 2G-তেই কাজ চালাতে হচ্ছিল। অবশেষে শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সর্বত্রই উচ্চগতিসম্পন্ন 4G ইন্টারনেট চালু করা হয়েছে।

বিদ্যুৎ ও তথ্য দফতরের প্রধান সচিব রোহিত কনসাল টুইট করে লেখেন, জম্মু ও কাশ্মীরের সর্বত্র 4G পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরপর কংগ্রেস নেতা ওমর আবদুল্লা লিখেছেন, ‘4G মুবারক! ২০১৯ সালের আগস্ট মাসের পর এই প্রথম কাশ্মীরের সমস্ত মানুষ 4G ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। একেবারেই না হওয়ার থেকে দেরি করে হওয়া ভালো।’

এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলে হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিটির পরামর্শ অনুযায়ী এবং এলাকার নিরাপত্তার খতিয়ে দেখে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। শর্ত রাখা হয়েছে, পোস্ট পেইড মোবাইলে লাগু হওয়া ইন্টারনেট পরিষেবার নিয়মাবলী মেনে চলতে হবে প্রি পেইড গ্রাহকদেরও।

আরও পড়ুন-খুশি WBCS অফিসারেরা, দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...