Thursday, December 25, 2025

মমতাকে নিশানা করে নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার

Date:

Share post:

দুপুরে মালদার ইংরেজ বাজারের একের পর এক কর্মসূচি সেরে বিকেলে পরিবর্তন যাত্রা উপলক্ষে নবদ্বীপে পৌছন বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। সেখানেও আরও এক দফায় তৃণমূল সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর(chief minister) কড়া সমালোচনা করলেন তিনি। জানিয়ে দিলেন, ‘দুর্নীতিতে ডুবে গিয়েছে তৃণমূল। এই তৃণমূল(TMC) সরকার বিশ্বাসঘাতক। গোটা বাংলা জুড়ে লুঠ চালিয়েছে। তবে বাংলার মানুষ জাগ্রত হয়েছেন।’

বঙ্গের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শনিবার নবদ্বীপ থেকে বিজেপির রাজনৈতিক কর্মসূচি পরিবর্তন যাত্রার সূচনা করেন জেপি নাড্ডা। সেখানেই চৈতন্যদেবের জন্ম ভূমিতে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘সবাইকে নমস্কার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মভূমিতে এসেছি। এমন পবিত্র ভূমিকে আমি নমস্কার জানাই। বাংলায় নবদ্বীপ থেকে শুরু হওয়া এই পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলার মানুষকে জাগানো হবে। এই পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এই পরিবর্তন বিচারধারা পরিবর্তন। মা-মাটি-মানুষের সরকার বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

আরও পড়ুন:পয়েন্ট ধরে ধরে শুভেন্দুর অভিযোগের জবাব দিয়ে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প কৃষক নিধি ও আয়ুষ্মান ভারত বাংলায় চালু না হওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকারকে তোপ দেগে নাড্ডা বলেন, ‘গোটা দেশে ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যপরিসেবা পাইয়ে দিতে এই প্রকল্প চালু করেন মোদিজি। দেশের গরীব দুস্থ মানুষরা যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান তার জন্য এই উদ্যোগ। কিন্তু এ রাজ্যের প্রকল্প চালু হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।’ এরপর অবশ্য তিনি জানিয়ে দেন, ‘ক্ষমতায় এসেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে।’ পাশাপাশি বাংলার সংস্কৃতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রক্ষা করেছেন বলে দাবি করেন নাড্ডা। তার দাবি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের মত মনীষীদের জন্মভূমি এই মাটি এখানকার সংস্কৃতি মমতাজের রক্ষা করতে পারবেন না। সেটা একমাত্র বিজেপি পারবে। পাশাপাশি তৃণমূল সরকারকে তবে আগে তিনি আরও বলেন, ‘এই সরকার তোলাবাজির সরকার, চাল চোর ত্রিপল চোর সরকার। এখানকার জনগণ পরিবর্তন চাইছেন পদ্মফুল ফুটবে বাংলায়।’

Advt

spot_img

Related articles

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...