নাড্ডার রথযাত্রার পাল্টা, এবার মালদহে যাচ্ছেন মমতা

বিজেপির (BJP) রথযাত্রার (Rathyatra) সূচনায় রাজ্যে এসেছেন দলের  সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক রথযাত্রার সূচনা করবেন তিনি। আজ, শনিবার যার শুরুটা হল। এদিন মালদহের (Malda) ইংরেজবাজারে একটি রোডে-শো করেন বিজেপি সভাপতি। এবার সেই মালদাতেই জনসভা করতে যাবেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) আগামী ১০ ফেব্রুয়ারি মালদহে একটি জনসভা (Rally) করবেন তিনি।

আরও পড়ুন:মমতাকে নিশানা করে নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার

মালদা সফরের আগে আগামী ৯ ফেব্রুয়ারি বর্ধমানের কালনায় একটি সভা করবেন মমতা। এরপর যাবেন মুর্শিদাবাদ ও মালদহে। যেসব জায়গাগুলিতে চোখ বন্ধ করে শুভেন্দু অধিকারীকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে ছিলেন নেত্রী, সেইসব জায়গাগুলিতেই বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। পাশাপাশি, মুর্শিদাবাদ ও মালদহের সংখ্যালঘু ভোটারদের পাখির চোখ করেছে ঘাসফুল শিবির।

Advt

Previous articleমমতাকে নিশানা করে নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার
Next articleকৃষি আইনের বিরুদ্ধে মালদহে আন্দোলনে বামেরাও