কৃষি আইনের বিরুদ্ধে মালদহে আন্দোলনে বামেরাও

তিনটি কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল সংশোধন, শ্রম বিধি বাতিল সহ তিন দফা দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি মালদহ জেলাতেও আন্দোলনে নামল বামপন্থী কৃষক সংগঠন সমূহ।

শনিবার সকালে মালদহ শহরের সুকান্ত মোড়ে এই মর্মে চাক্কা জ্যাম কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সংগঠনের উদ্যোগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

এদিন বিজেপির কৃষক সুরক্ষা কর্মসূচি, তার উপরে তৃণমূলের তরফে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন ও বামেদের অবস্থান, সব মিলিয়ে কয়েক দফায় যান চলাচলে বিঘ্ন ঘটে মালদহে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয় অনেক এলাকায়।

আরও পড়ুন-মমতাকে নিশানা করে নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার

Advt

Previous articleনাড্ডার রথযাত্রার পাল্টা, এবার মালদহে যাচ্ছেন মমতা
Next articleভারতীয় করোনা টিকা কিনতে চায় আরো ২৫টি দেশ, বললেন বিদেশমন্ত্রী