ছত্তীসগঢ়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে এবার নিহত ১২ মাওবাদী

ছত্তীসগঢ়ে এবার নিহত ১২ জন মাওবাদী। শুক্রবার দুপুর থেকেই বিজাপুর জেলার গঙ্গালুরে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়েছিল। এদিন সন্ধ্যায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানান, গঙ্গালুরে ১২ জন মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে। শুক্রবার বিজাপুরে মাওবাদী দমন অভিযানে সাফল্যের জন্য পুলিশ এবং আধাসামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাই। পরিসংখ্যান বলছে, এই নিয়ে চলতি বছরে ১০০-এরও বেশি মাওবাদীর মৃত্যু হল দেশে।
এর আগেও ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। বাস্তারে সেই অভিযানে ২৯ জন মাওবাদী মারা গিয়েছিল। এবার আপাতত ১২ মাওবাদীর মৃত্যুর খবর মিলেছে।

বিস্তারিত আসছে…..




Previous articleCCTV ফুটজে পেয়েই তৎপর পুলিশ, তলব রাজভবন সচিবসহ দুজনকে
Next articleঅভিযোগ দায়ের হয়েছে, তবু কেন চুপ কমিশন? নির্বাচন সদনে প্রশ্ন বিরোধীদের