জল্পনার অবসান। অস্ট্রেলিয়ান ওপেনে ( australian open) খেলতে নামছেন রাফায়েল নাদাল( rafael nadal) । মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলা নিয়ে শুরুতে জল্পনা থাকলেও, শনিবার তা অনেকটা পরিষ্কার হয়ে যায়।

এদিন মেলবোর্নের জন কেন এরিনায় অনুশীলন করেন নাদাল। নিভৃতবাসে থাকার সময় নির্ধারিত পাঁচ ঘণ্টার মধ্যে আড়াই ঘণ্টা হাল্কা অনুশীলনও করেছেন। নাদালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টিলে জানালেন, “তিনি নাদালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। রাফা এ বার মেলবোর্নে জীবনের ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিততে মরিয়া। যে ভাবে অনুশীলন করছে তাতে পরিষ্কার, টুর্নামেন্টের জন্য পুরোপুরি তৈরি।”

আরও পড়ুন:ঘোষণা করা হল বিজয় হাজারের জন্য বাংলা দল, চোটের জন্য দলে নেই মনোজ
