Sunday, January 18, 2026

মতুয়া সভায় গুরুত্ব! কাকদ্বীপের রথযাত্রার সূচনা করছেন না অমিত

Date:

Share post:

ঠাকুরনগরকে গুরুত্ব দিতে বাদ পড়ছে কাকদ্বীপ। কোচবিহারে রথ যাত্রার সূচনা করলেও কাকদ্বীপে অমিত শাহর (Amit shah) হাত ধরে হচ্ছে না বিজেপির (Bjp) পরিবর্তন যাত্রা- এমনটাই সূত্রের খবর। রাজ্যে এসে ১১ ফেব্রুয়রি ঠাকুরনগরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে এই খবর জানিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সেদিনই বাংলা জোড়া কর্মসূচি শাহর।

বৃহস্পতিবার, ঠাকুরনগরে (Thakurnqgar) সভার পাশাপাশি কোচবিহার থেকে রথযাত্রা সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যাবেন ঠাকুরনগরের জনসভায়। রাজ্যের ৫টি ‘পরিবর্তন যাত্রা’র মধ্যে একটি হওয়ার কথা ছিল কাকদ্বীপে। কিন্তু ঠাকুরনগরের সভাকেই বেশি গুরুত্ব দিয়ে মতুয়া সমাবেশেই যোগ দিতে চান অমিত শাহ। ফলে পিছিয়ে দেওয়া হয়েছে কাকদ্বীপের কর্মসূচি।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। এমনকী দলের সঙ্গে একটা সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া ও সিএএ (CAA) নিয়ে কেন স্পষ্ট ঘোষণা করছে না দল? কেন্দ্র কী চায়? সেটা ঠাকুরনগরে এসে স্পষ্ট জানান অমিত শাহ।

৩০ জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহর সভা হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হয়। বাতিল হয় সভাও। কেন্দ্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন মতুয়ারা। এবং তাঁদেরই অপর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর এই বিষয় নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন।

আরও পড়ুন:বদলে যাওয়া কিশোর ভারতী স্টেডিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, হবে লিগের ম্যাচ

সম্প্রতি জানা যায় ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠাকুরনগরে সভা করবেন তিনি। সিএএ নিয়ে এদিন কোনও বার্তা দিতে পারেন বলেও আশা মতুয়া সম্প্রদায়ের মানুষের। কিন্তু মতুয়া ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে কাকদ্বীপের রথযাত্রা সূচনা আপাতত স্থগিত রাখল বিজেপি।

Advt

spot_img

Related articles

মিচেলের রেকর্ড, হর্ষিতদের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই নিষ্ক্রিয় নেতা গিল

ইন্দোরে ভারতীয় বোলারদের হতাশা জনক পারফরম্যান্স। হর্ষিত-অর্শদীপদের শাসন করে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস(Daryl Mitchell and Glenn Phillips)...

ভিড়ে অসুস্থ অনুরাগী মহিলা: নিজের গাড়িতে বসিয়ে নিজের বোতলের জল দিলেন অভিষেক

নদিয়ার মানুষের তৃণমূল কংগ্রেস ও তার নেতৃত্বের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা যে বারবার প্রমাণিত হয়েছে, রবিবার মিলল তার...

বলছে ঝুট, করছে লুট: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিথ্যার জমিদারিতে বিস্ফোরক কুণাল

বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রাপ্য দিতে কোনওদিন শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গোল গোল প্রত্যাশা তৈরি করে...

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে...