এবার রাজ্য সরকারের “জীবন কৃতী” সম্মান পাচ্ছেন কিংবদন্তি হকি খেলোয়াড় বীর বাহাদুর ছেত্রী

প্রতিবছরের মতো এবছরও “খেলাশ্রী” ( Khelashree) সম্মানে সম্মানিত করা হবে রাজ্যের একঝাঁক ক্রীড়া ব্যক্তিত্বকে (Sports Personality) আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) অতীত ও বর্তমানের দিকপাল ক্রীড়াব্যক্তিত্বদের সম্মানিত করবেন রাজ্যের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে হাজির থাকবেন স্বনামধন্য ও কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বরা। “খেল সম্মান”, “বাংলার গৌরব”, “ক্রীড়া গুরু” ও “জীবন কৃতী” সম্মানে ভূষিত করা হবে কৃতী ক্রীড়াবিদদের। এবার জীবনকৃতি সম্মান দেওয়া হবে কিংবদন্তি হকি খেলোয়াড় বীরবাহাদুর ছেত্রীকে।

এক নজরে কোন ক্রীড়াবিদ কী সম্মান পাচ্ছেন:

Previous articleরিজেন্ট পার্কে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত
Next articleমতুয়া সভায় গুরুত্ব! কাকদ্বীপের রথযাত্রার সূচনা করছেন না অমিত