ফের দলছুট শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) খোঁচা দিলেন তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শ্রীরামপুরের সাংসদ বললেন, “বঙ্গ বিজেপি (BJP) তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে।”

শুরুটা অবশ্য করেছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরোনো দলকে কটাক্ষ করে রাজীব বলেছিলেন, তৃণমূল কংগ্রেস ভোটের প্রার্থী খুঁজে পাচ্ছে না। ডোমজুরের প্রাক্তন বিধায়কের কথায়, ”এমন অবস্থা হয়েছে তৃণমূলের, তারা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না। সাংবাদিকদেরও ডাক আসতে পারে বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য। বিভিন্ন খেলোয়াড়দের প্রস্তাব দেওয়া হচ্ছে। শুনছি, প্রার্থী হবেন বলে নাকি ইস্তফা দিয়েছেন এক পুলিশ সুপার। সুপারের স্ত্রী প্রার্থী হওয়ার জন্য আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। কোনও এক পুলিশ অফিসারও নাকি প্রার্থী হবেন।”

রাজীবকে পাল্টা দিতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাঁচাছলা ভাষায় তিনি বলেন, “ভোট গণনার পর রাজীব বন্দ্যোপাধ্যায় ২ বছর ঘুমোতে পারবেন না। পদ্মফুলে আছেন, পদ্মফুলেই থাকুন। তৃণমূল নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই।”

আরও পড়ুন:মমতাকে প্রণাম করেই বিজেপির সম্বর্ধনা সভায় হাজির সুনীল-বিশ্বজিৎ

এরপরই কল্যাণবাবু খোঁচা মেরে বলেন, “বঙ্গ বিজেপি তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে। পুরোনো বিজেপি নেতাদের কোনও খোঁজ-ই নেই। এখন তৃণমূল থেকে গিয়ে এরা দু-জন বিজেপি চালাচ্ছে।
আমাদের দলের একটা নিয়ম আছে। সেই নিয়ম মেনেই সব হবে। রাজীবের চিন্তা করার কিছু নেই। গণনার পর ওঁর মাথায় ঘোল ঢালা হবে। অমিত শাহের কাছে মাথানত করেছেন। বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন এখন।”
