Tuesday, August 26, 2025

এবার একটু কৃষকদের পক্ষেও টুইট করুন, সচিনকে আর্জি কেজরির দলের

Date:

Share post:

কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে কেন্দ্রের মোদি সরকারের (modi govt.) সুরে সুর মেলানো তারকা ক্রীড়াবিদ সচিন তেলুন্ডকরকে (sachin tendulkar) এবার কৃষকদের পক্ষে সরব হওয়ার আর্জি জানালো আপ (AAP)। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে টুইটারে এই আবেদন জানানো হয়েছে। সন্দেহ নেই এরপর এই ঘটনায় রাজনীতির রং আরও চড়া হল।

প্রসঙ্গত, কৃষক বিক্ষোভ নিয়ে ‘ইন্ডিয়া টুগেদার’ এবং ‘ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা’ হ্যাশট্যাগে টুইট করার পর থেকেই দেশজুড়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। অভিযোগ ওঠে কৃষক আন্দোলন নিয়ে কার্যত বিজেপি সরকারের সুরেই কথা বলেছেন সচিনের মত ব্যক্তিত্ব। এমনকী সোমবার মহারাষ্ট্রের সোলাপুর থেকে মুম্বইয়ে সচিনের বাড়ির সামনে এসে এক যুবক সচিনের ওই টুইটের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। কৃষকদের হয়ে টুইট করুন সচিন—এই দাবি জানিয়েছেন তাঁর অগণিত ভক্ত। এবার অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (আপ) তরফেও এই আবেদন করা হয়েছে ভারতীয় ক্রিকেটের নক্ষত্রের প্রতি। সচিনের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন আপ নেত্রী প্রীতি শর্মা মেনন। সেখানেই তিনি সচিনকে কৃষকদের পক্ষে টুইট করতে আবেদন করেছেন। সোলাপুর থেকে সচিনের বাড়ি আসা ওই যুবকের অনুরোধের বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজনৈতিক নেত্রীর এই চিঠিতে।

আপ নেত্রী সচিনকে লিখেছেন, আপনি ভারতের গর্ব। দেশের ১৩০ কোটি মানুষ আপনার জন্য প্রার্থনা করে, কাঁদে, আপনার সাফল্যে খুশি হয়। যে দেশে ক্রিকেটকে ধর্ম হিসাবে মানা হয়, সেখানে আপনি ঈশ্বর। ভারতরত্ন এবং সাংসদ হিসাবে যে সব মানুষ আপনাকে পুজো করেন, তাঁদের সকলের হয়ে আপনার ব্যাট ধরা উচিত। আপনার এই ভক্তরা চাইছেন যে আপনি এবার দেশের কৃষকদের হয়েও সরব হোন। আপনি টুইট করুন আন্দোলনকারী কৃষকদের দাবি সমর্থন করে। যদিও আপের দাবি সামনে আসার পর কোনও প্রতিক্রিয়া আসেনি সচিনের তরফে।

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...