Sunday, January 11, 2026

ঠাকুরনগর গেলেও সভা নেই শাহর, ক্ষোভ বাড়ছে মতুয়া মহলে 

Date:

Share post:

পরিবর্তিত সূচি মেনে রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah) কিন্তু ঠাকুরনগরে (Thakurnagar) কোনও সভা করছেন না তিনি আর এতে ক্ষোভ বাড়ছে মতুয়াদের মধ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসার কথা ছিল গত মাসের ২৯ তারিখ। কিন্তু দিল্লির (Delhi) বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় শাহের সফর। বার্তা যায় সিএএ (CAA) নিয়ে কথা বলতে চাইছেন না বলেই আসছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, সভার কথা ঘোষণা করে বিজেপি। নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান ঠাকুরনগরের সভায় স্পষ্ট করবেন শাহ। কিন্তু বৃহস্পতিবার, অমিত শাহ এলেও এই সফরে ঠাকুরনগরে কোনও সভা করবেন না তিনি। আর সে খবর সামনে আসতেই ক্ষোভ ছড়িয়েছে মতুয়াদের মধ্যে।

বিজেপি সূত্রে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার বেলা ১০টা ৫৫ নাগাদ অসমের (Assam) বঙ্গাইগাঁও থেকে হেলিকপ্টারে কোচবিহার (Coochbehar) বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে যাবেন মদনমোহন মন্দিরে।

বেলা ১১টা ১০ থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত মদনমোহন মন্দিরে থাকছে শাহের কর্মসূচি।

সেখানে পুজোর কাজ শেষ করে তিনি যাবেন কোচবিহার শহরের রাসমেলা মাঠে। সেখান থেকে তিনি বিজেপির একটি রথযাত্রার সূচনা করবেন।

বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে বিশেষ বিমানে আসবেন কলকাতা।

সেখানে পৌঁছে কপ্টারে তিনি যাবেন ঠাকুরনগরে। দুপুর সাড়ে ৩টে নাগাদ সেখানে তিনি একটি র‍্যালিতে যোগ দেবেন।

সন্ধে ৬টা নাগাদ তিনি সায়ান্স সিটিতে দলের একটি কর্মিসভায় যোগ দেবেন।

রাত সাড়ে ১০টা নাগাদ বিমানে ফিরে যাবেন দিল্লিতে (Delhi)।

 

এর মধ্যেই ঠাকুরনগরের মতুয়াদের কোনও সভার উল্লেখ নেই। শুধু তাই নয়, এবার শাহের এই কর্মসূচিতে নেই মধ্যাহ্নভোজনের কোনও কর্মসূচিরও। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, ঠাকুরনগরে গিয়ে সভা করে নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রের অবস্থান পরিষ্কার করবেন। একই দাবি ছিল মতুয়াদেরও। কিন্তু ঠাকুরনগরে এলেও কোনও সভা করছেন না শাহ। আর তা নিয়েই ক্ষোভ ছড়িয়েছে মতুয়ামহলে।

 

তৃণমূলের তরফে অভিযোগ, নাগরিকত্ব বিল নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি। সিএএ নিয়ে বিজেপির এখন কিছু করার বা বলার নেই। তাই সভার করছেন না শাহ। এদিকে মতুয়াদের দেওয়া সিএএ আশ্বাস পূরণে একের পর এক তারিখে ক্ষোভ বাড়ছে ঠাকুরনগরে। মতুয়াদের মতে, ‘‘তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ”। কবে এই প্রশ্নের উত্তর মিলবে জানা নেই।

Advt

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...