Tuesday, November 11, 2025

প্লে অফে যাওয়ার সমীকরণ আরও কঠিন হল ইস্টবেঙ্গলের জন্য

Date:

Share post:

হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। নির্বাসনের কারণে গত ম্যাচের মতো এই ম্যাচেও রিজার্ভ বেঞ্চে থাকতে পারেননি প্রধান কোচ রবি ফাউল। যদিও সর্মথকরা আস্থা রেখেছিলেন টমি গ্রান্টের ওপর। ক্রম তালিকায় চার নম্বরে থাকা দলটির বিরুদ্ধে গুছিয়ে ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। যার সুবাদে শুরুতে একটি গোলও তুলে নেয় তারা।

গতকাল সাংবাদিক সম্মেলনে গ্রান্ট আগেই জানিয়েছিলেন, রাজু গায়কোয়াডকে দলে রাখতে চাইছেন তিনি। ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল তাকে দলে নিয়েছিল। প্রথম ম্যাচে নেমে রাজু বুঝিয়ে দিয়েছিলেন তাকে দলে নিয়ে কোনো ভুল করেনি লাল-হলুদ শিবির। নিখুঁত ট্যাকেল এবং বিষাক্ত লম্বা থ্রো বারংবার বিপদে ফেলেছে বিপক্ষ দলকে। যদিও মাঝে তাল কেটেছিল চোট সমস্যা। তাই হায়দারাবাদের বিরুদ্ধে তাকে ম্যাচে পাওয়ার ব্যাপারে ছিল সংশয়। কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে এসেছিলেন রাজু। শুরু থেকেই নিজামের শহরের বিরুদ্ধে তাকে ব্যবহার করলেন গ্রান্ট। এছাড়াও ফাউলারের মতো কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে নামিয়ে ছিলেন পূর্ণাঙ্গ শক্তির মশাল বাহিনীকে।

আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে অবশেষে সাজা ঘোষণা, ৭ বছরের কারাদণ্ড অরুণ মুখোপাধ্যায়ের

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নবাগত ব্রাইটের সৌজন্যে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। পিলক্লিন্টনের ফ্লিক থেকে বল ধরে ডিফেন্ডারকে এড়িয়ে গোল করে যান ব্রাইট। এদিকে ইস্টবেঙ্গলের কাছে এদিনের ম্যাচ ছিল ‘মাস্ট উইন’। লিগ টেবিলের নবম স্থানে থাকলেও অঙ্কের বিচারে রয়েছে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। হায়দরাবাদকে হারাতে পারলে সেই কাজ অনেকটাই হতে পারত সহজ। সমর্থকরাও ভেবেছিলেন লিগে আরও একটি জয় আনতে চলেছে তাদের প্রিয় দল।

৮৩ মিনিটে প্রশ্ন থাকল রেফারির সিদ্ধান্ত নিয়ে। ব্রাইটকে কাট্টিমনি অবৈধভাবে বাধা দিলেও রেফারি পেনাল্টি দেননি বলে অভিযোগ। ম্যাচের অতিরিক্ত সময়ে তিন পয়েন্টের আশায় জল ঢালল হায়দারাবাদ। ৯২ মিনিটে আর আরিদানের গোলে সমতায় ফেরে তারা। ৯৭ মিনিটে হায়দরবাদ দশজনে হয়ে গেলেও ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। ফলে আট নম্বর ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...