Saturday, November 15, 2025

ভোটের ময়দানে স্লোগান নিয়ে কাড়াকাড়ি: ‘খেলা হবে’

Date:

Share post:

ভোটের ময়দানে বিভিন্ন শব্দবন্ধের আমদানি হয়। তবে এবারের বিধানসভা ভোটের প্রচারের আগে ছোট্ট দুটো শব্দ ‘খেলা হবে’ যেন হট কেক। আর তাতেই মজে রাজনীতির ময়দান। এই শব্দবন্ধের মাধ্যমে ছুড়ে দেওয়া ‘চ্যালেঞ্জ’ একুশের ভোটের আগে সব পক্ষকেই তাতাচ্ছে।

কখনও বিজেপি (Bjp ) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), কখনও তৃণমূল (Tmc) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) সবার মুখেই ‘খেলা হবে’। এমনকী, সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন ‘হোক না একটা খেলা, রাজনীতির খেলা’। শনিবার কুলপিতে যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee) “এখনও খেলা শুরু হয়নি, মাঠে নামব”

বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjit Chakraborty) সঙ্গে ব্যাডমিন্টন খেলার একটা ছবি টুইট করে বারাসতেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও (Kakoli Ghosh Dastidar) লিখেছেন, ‘খেলা হবে। বলে বলে আউট হবে’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাকে অপমান করার বিষয়েও উল্লেখ করেন কাকলি। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং দলের টুইটার (Twitter) হ্যান্ডলকে ট্যাগও করেন কাকলি।

তবে যে শব্দবন্ধ নিয়ে এত কাড়াকাড়ি তার ‘কপিরাইট’ আদতে বাংলাদেশের এক রাজনীতিক নেতার দখলে। শেখ হাসিনার আওয়ামি লিগের নেতা তথা বাংলাদেশের (Bangladesh) নারায়ণগঞ্জের বিধায়ক শামিম ওসমানই প্রথম ‘খেলা হবে’ শব্দবন্ধটি জনপ্রিয় করেন। “জয় বাংলা” নিয়ে যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করুক না কেন বিজেপি এ পার বাংলায় খাতায় কলমে নন্দীগ্রামে (Nandigram) প্রথম সভাটি করতে গিয়ে সেটি ধার নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই মন্তব্যের প্রেক্ষিতে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে।’’

আরও পড়ুন:বাঙালিকে ‘সাবধান’ করতে ময়দানে ফের বাংলা পক্ষ

গত কয়েক বছর ধরেই ভোট প্রচারের ময়দানে স্লোগান যুদ্ধের আমদানি। ‘হয় এ বার, নয় নেভার’, ‘অব কি বার মোদী সরকার’, ‘বদলা নয় বদল চাই’-এর মতো স্লোগান গত কয়েক বছরে বাংলার মুখে মুখে ফিরেছে। তবে একটি স্লোগান নিয়ে সব দলের মধ্যে এমন কাড়াকাড়ি আগে কখনও দেখা যায়নি। বিষয়টি এমন দাঁড়িয়ে গিয়েছে যে রীতিমতো সেটাকে গানের আকার দিয়ে অনুব্রত মণ্ডলের প্রচার সভায় গাওয়া হচ্ছে।

Advt

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...