Saturday, December 20, 2025

সেরামের তৈরি করোনা ভ্যাকসিন ফেরত নিতে বলল দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের(serum institute) তৈরি ভ্যাকসিন চেয়ে ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন জানিয়েছে বিশ্বের একাধিক দেশ। তারই মাঝে উঠে এলো এক ভিন্ন ছবি। চলতি ফেব্রুয়ারি মাসেই দক্ষিণ আফ্রিকাকে(South Africa) ১০ লক্ষ ডোজ করোনা টিকা(covid vaccine) পাঠিয়েছিল ভারত সরকার(Indian government)। অবশেষে সেই ভ্যাকসিন ফেরত নেওয়ার আবেদন জানাল দক্ষিণ আফ্রিকা। সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’ সূত্রে প্রকাশ্যে এসেছে এই খবর।

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার(Oxford astrazeneca) উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন উৎপাদন করছে ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট। গত সপ্তাহে এই ভ্যাকসিনের ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। শুধু তাই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো পাঁচ লক্ষ ডোজ পাঠানোর কথা ছিল। এরই মাঝে ওই দেশের সরকারের তরফে জানানো হলো তারা এই ভ্যাকসিন নিতে ইচ্ছুক নয়। এবং যে ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছিল সেটাও ফেরত দিতে চায় তারা। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার এহেন সিদ্ধান্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে।

আরও পড়ুন-বেসরকারিকরণ করার তালিকায় দেশের ৪টি ব্যাঙ্ক! আশংকায় ভুগছেন সাধারণ মানুষ

কিন্তু যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার করোনার ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে সেখানে কেন এই ভ্যাকসিন ব্যবহারে অনীহা প্রকাশ করছে দক্ষিণ আফ্রিকা? জানা গেছে, এক সপ্তাহ আগেই দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছিল করোনা টিকাকরণ অভিযানে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন ব্যবহার করবে না তারা। এই ভ্যাকসিনের একটি ছোট ক্লিনিক্যাল ট্রায়ালে সে দেশে যে তথ্য উঠে আসে তা উদ্বেগজনক বলে দাবি করা হয়েছে। তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকার দাবি, হালকা থেকে মাঝারি ক্ষেত্রে এই ভ্যাকসিন সঠিক ভাবে সুরক্ষা দেয় না। সেই সময় দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রীর তরফে জানানো হয়, সরকার আমদানি করা ভ্যাকসিন বিক্রিও করতে পারে। যদিও সিদ্ধান্ত বদল করে ভারত থেকে আমদানিকৃত ভ্যাকসিন ফেরত নেওয়ার কথা বলল এই দেশ। পাশাপাশি রয়টার্সের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা তাদের স্বাস্থ্য কর্মীদের জন্য জনসন এন্ড জনসনের ভ্যাকসিন ব্যবহারের করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advt

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...