Tuesday, November 4, 2025

সেরামের তৈরি করোনা ভ্যাকসিন ফেরত নিতে বলল দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের(serum institute) তৈরি ভ্যাকসিন চেয়ে ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন জানিয়েছে বিশ্বের একাধিক দেশ। তারই মাঝে উঠে এলো এক ভিন্ন ছবি। চলতি ফেব্রুয়ারি মাসেই দক্ষিণ আফ্রিকাকে(South Africa) ১০ লক্ষ ডোজ করোনা টিকা(covid vaccine) পাঠিয়েছিল ভারত সরকার(Indian government)। অবশেষে সেই ভ্যাকসিন ফেরত নেওয়ার আবেদন জানাল দক্ষিণ আফ্রিকা। সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’ সূত্রে প্রকাশ্যে এসেছে এই খবর।

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার(Oxford astrazeneca) উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন উৎপাদন করছে ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট। গত সপ্তাহে এই ভ্যাকসিনের ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। শুধু তাই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো পাঁচ লক্ষ ডোজ পাঠানোর কথা ছিল। এরই মাঝে ওই দেশের সরকারের তরফে জানানো হলো তারা এই ভ্যাকসিন নিতে ইচ্ছুক নয়। এবং যে ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছিল সেটাও ফেরত দিতে চায় তারা। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার এহেন সিদ্ধান্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে।

আরও পড়ুন-বেসরকারিকরণ করার তালিকায় দেশের ৪টি ব্যাঙ্ক! আশংকায় ভুগছেন সাধারণ মানুষ

কিন্তু যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার করোনার ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে সেখানে কেন এই ভ্যাকসিন ব্যবহারে অনীহা প্রকাশ করছে দক্ষিণ আফ্রিকা? জানা গেছে, এক সপ্তাহ আগেই দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছিল করোনা টিকাকরণ অভিযানে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন ব্যবহার করবে না তারা। এই ভ্যাকসিনের একটি ছোট ক্লিনিক্যাল ট্রায়ালে সে দেশে যে তথ্য উঠে আসে তা উদ্বেগজনক বলে দাবি করা হয়েছে। তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকার দাবি, হালকা থেকে মাঝারি ক্ষেত্রে এই ভ্যাকসিন সঠিক ভাবে সুরক্ষা দেয় না। সেই সময় দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রীর তরফে জানানো হয়, সরকার আমদানি করা ভ্যাকসিন বিক্রিও করতে পারে। যদিও সিদ্ধান্ত বদল করে ভারত থেকে আমদানিকৃত ভ্যাকসিন ফেরত নেওয়ার কথা বলল এই দেশ। পাশাপাশি রয়টার্সের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা তাদের স্বাস্থ্য কর্মীদের জন্য জনসন এন্ড জনসনের ভ্যাকসিন ব্যবহারের করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advt

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...