Friday, January 9, 2026

ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় !

Date:

Share post:

ভাষা দিবস উপলক্ষে রোটারি সদনে, বাংলা আর বাঙালি নিয়ে এক অন্য ধারার আলোচনাসভায় বারবার উঠে এল একটাই তথ্য।বাঙালিদের মধ্যে ভেদাভেদ আর রাজনীতির মারপ্যাঁচ দেখে মানুষ ক্লান্ত, বিধ্বস্ত । বেঙ্গল ফোরাম ফর ইনটেলেকট অ্যান্ড কালচার BFIC ও রোটারী ক্লাবের সঙ্গে যৌথ ভাবে এই আলোচনাসভার আয়োজন করেছিল ।
উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সারথি মুখোপাধ্যায় । একের পর এক প্রশ্ন তুলে ধরছিলেন সবাই । কী ছিল না সেই প্রশ্নবাণে?
গ্রাম্য উপভাষার অবহেলা থেকে হিন্দির আগ্রাসনের ভয় , রাজনৈতিক বনাম সাংস্কৃতিক বাঙালিয়ানা। ধর্ম না ভাষা কোনটা আগে বাঙালির কাছে । বাংলায় কি আরেকটি নবজাগরণের প্রয়োজন? যদি প্রয়োজন হয় তবে তার পথ কি ? এমনকি এই প্রশ্নও ওঠে যে বাঙালি পাঠক বা শ্রোতার রুচির কতটা বিবর্তন হয়েছে । পড়শি দেশ বাংলাদেশের তুলনায় আমরা নিজেদের মাতৃভাষা কে কতটা ভালবেসেছি? বেশি বাঙালি হলে কী কম ভারতীয় হয়ে যাবো আমরা?

এমন নানান প্রশ্নের উত্তর দেন চন্দ্র কুমার বসু , ডাঃ কুণাল সরকার , ঋতব্রত ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায় , পাপিয়া অধিকারী , হরিপদ ভৌমিক , গৌতম দে , চন্দ্রাবলি রুদ্র দত্ত , মধুরিমা দত্ত চৌধুরী , দীধিতি চক্রবর্তী , নীলাঞ্জনা মজুমদার প্রমুখ । এই প্রশ্নোত্তর পর্বের স্বাদ নিতে রোটারি সদন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ ।

‘ বাংলা, বাঙালি ও বাংলা ভাষা’ নিয়ে এই আলোচনা রীতিমতো উৎসাহে সঙ্গে উপভোগ করেছেন উপস্থিত শ্রোতারা।

পুরো আলোচনা থেকে যে নির্যাস উঠে এল তা যথেষ্টই ইতিবাচক । প্রত্যেকের বক্তব্য যেন এক সুরে বাধা। যেখানে একটি বিষয় স্পষ্ট হল, আর তা হল এই যে ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় । বাঙালি বা বাঙালিয়ানা নিয়ে হওয়া উচিত একটি আর্কাইভ , একটি পুরস্কার , বা একটি পাঠ্যক্রম । সে শুধুমাত্র দেশে নয় প্রবাসেও । বক্তারা যুক্তি দিয়ে বললেন কেন রাজনৈতিক নয় , সাংস্কৃতিক বাঙালিয়ানাটাই পথ। তাদের গলায় একটাই সুর বিশ্বের ৩০ কোটি বাংলাভাষী মানুষ হয়ে উঠুক একটি বৃহৎ পরিবার । কারণ, নতুন এক সূর্যোদয় দেখতে পাওয়া যাচ্ছে দিগন্তের সীমানায় । নতুন করে জেগে উঠুক সেই জাতি, যে ইতিহাসে বারবার ভারতকে পথ দেখিয়েছিলো । ধর্ম, মত , জাতপাত, রাজনৈতিক বিভেদ ভুলে সবার আগে বাঙালি হোন। বাঙালিদের জয় কেউ রুখতে পারবে না।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...