Monday, January 12, 2026

রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

Date:

Share post:

রাজ্যে ভোটের (West Bengal Assembly Election 2021) দিন ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে কার্যকর  হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি।  এদিনই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ  নিয়ে নির্বাচন  কমিশনের (Election Commission) দ্বারস্থ হল বঙ্গ বিজেপি নেতৃত্ব (Bengal BJP)। বিজেপির অভিযোগ, পুলিশের মদতে তৃণমূল ভোটের সময় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। নিজেদের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অবাধে ভোট লুঠ করার চেষ্টা করছে।

এ দিন রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাতে যান বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কমিশনে লিখিত নালিশ জানিয়ে বেরোনোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা দাবি করেন, ৮০ বছরের উর্ধ্ব বয়স্ক মানুষদের ঘরে গিয়ে ব্যালটে করে যে ভোট সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে রাজ্য পুলিশও যাবে বলে আশঙ্কা। বিজেপির দাবি, তৃণমূল সরকার পুলিশকে রাজনৈতিক এজেন্ট হিসেবে ব্যবহার করছে। তাঁদের আশঙ্কা, পুলিশ চাপ সৃষ্টি করতে পারে। তাই রাজ্য পুলিশকে না পাঠিয়ে যেন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় ।

বিজেপি অভিযোগ জানিয়েছে শহরের পুলিশ কমিশনারের বিরুদ্ধেও। গত চারদিন ধরে কলকাতার নগরপালের সঙ্গে দেখা করার সময় চাওয়া হলেও অনুমতি মিলছে না বলে অভিযোগ । এমন কিছু পুলিশ অফিসার রয়েছেন যারা পক্ষপাতদুষ্ট, তাঁদের বিষয়ে অভিযোগ জানাতে চাওয়া হলেও সৌমেন মিত্র কথা বলতে চাইছেন না, এমনটাই দাবি বিজেপির। এ ছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোট পরিচালনার বিরোধিতা করা হয়েছে । বিষয়টি নিয়ে আগেও একবার আপত্তি তুলেছিল বিজেপি। অভিযোগ জানানো হয়েছে পরিবর্তন যাত্রার ট্যাবলো থেকে এলইডি লাইট চুরি নিয়েও।

Advt

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...