Saturday, January 10, 2026

ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল

Date:

Share post:

ভোট ঘোষণা হয়েছে শুক্রবার ৷
আর শনিবারই নির্বাচন কমিশনের ‘নজরবন্দি’ বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷

বীরভূমের বোলপুরে শনিবার ‘কোয়াক’ চিকিৎসকদের এক সম্মেলনে হাজির ছিলেন অনুব্রত মন্ডল। ওই মঞ্চ থেকে ফের ‘খেলা হবে’ স্লোগানও দেন অনুব্রত মন্ডল!

আর এই স্লোগান যখন যখন চলছে তখন ওখানে উপস্থিত নির্বাচন কমিশনের (ECI) একাধিক অফিসার। শুধু হাজির থাকাই নয়, কমিশনের ওই অফিসাররা অনুব্রতর এদিনের গোটা সভার ভিডিওগ্রাফিও করেছেন।এই নজরদারির ঘটনার প্রতিক্রিয়ায় অনুব্রত স্পষ্ট বুঝিয়েছেন, এতে তাঁর কিছু যায় আসে না৷

শুক্রবার ভোট ঘোষণার পরেও অনুব্রত মন্ডল বলেছিলেন, “কাল থেকে খেলা হবে”৷ শনিবার সেইমতো ‘খেলতে’ নামেন তিনি৷ এদিনের সভায় ফের হুঙ্কারের সুরেই ‘খেলা হবে’ প্রসঙ্গ তোলেন অনুব্রত। তখনই প্রথম নজরে আসে সভায় হাজির নির্বাচন কমিশন। জানা গিয়েছে, কমিশনের তরফে অনুব্রত মন্ডলের গোটা সভার ভিডিওগ্রাফি করা হয়েছে৷ আর তারপরই জেলাজুড়ে প্রশ্ন উঠেছে, এবার কি ভোট ঘোষণামাত্রই অনুব্রত মন্ডলকে নজরবন্দি করা হল । প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতের প্রায় প্রতি ভোটেই অনুব্রত কমিশনের নজরবন্দি ছিলেন। কিন্তু আগে কখনই এভাবে তাঁর সভা ক্যামেরাবন্দি করা হয়নি।

এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের সাফ মন্তব্য, “আমি চোর না ডাকাত যে আমাকে ঘরবন্দি করবে? যত আইন সব ওরাই জানে? সব আইন ওই দাড়িওয়ালার কাছে আছে? আমাদের কাছে কিছু নেই? সাধারণ মানুষ কি বোকা? নির্বাচন কমিশনের সামনে খেলা হবে নাকি? খেলা সবসময় হবে। রাতে হবে। বিকেলে হবে। ভোটের দিন বড় খেলা হবে!”
অনুব্রত যখন এই মন্তব্য করছেন, তখন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন প্রতিনিধিরা৷

আরও পড়ুন- সিপিএমের প্রার্থী তালিকায় JNU-এর ঐশী-দীপ্সিতা, কসবায় ফের তরুণ প্রজন্মের শতরূপ

Advt

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...