Saturday, May 3, 2025

ব্রিগেডে সম্ভবত নেই তেজস্বী যাদব, দেখা করবেন মমতার সঙ্গে, নয়া জল্পনা

Date:

Share post:

তিনি কলকাতায় নামবেন বেলা ১২টা নাগাদ৷ কিন্তু ব্রিগেডে তাঁর আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

তেজস্বী যাদব৷ বিহারে প্রায় উৎখাত করে দিয়েছিলেন বিজেপি- নীতীশ কুমারকে৷ এ রাজ্যে তেজস্বীর কঠোর বিজেপি-বিরোধী ভাবমূর্তিকে কাজে লাগাতে চাইছিলো কংগ্রেস এবং বামেরা৷ প্রচারও হয়েছিলো যে কং-বামের ব্রিগেড সমাবেশে যোগ দেবেন তেজস্বী৷ সেই মতো RJD-কে ৫টি আসন ছাড়ার পরিকল্পনাও নেয় বাম নেতৃত্ব৷ বামেরা সিদ্ধান্ত নিয়েছিলো, RJD-কে ছাড়া হবে জামুড়িয়া, এন্টালি, জোড়াসাঁকো, কুলটি আসনগুলি। এইসব আসনে সংখ্যাগরিষ্ঠ হিন্দিভাষী ভোটার। ইতিমধ্যেই তেজস্বী যাদবকে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাও নাকি পাঠানো হয়েছে৷

কিন্ত রবিবার সকাল থেকেই প্রবল হয়ে দেখা দিয়েছে বড় সড় প্রশ্ন, তেজস্বী যাদব (Tejaswi Yadav) কি আদৌ ব্রিগেডে থাকবেন? সমাবেশের কয়েক ঘণ্টা আগেও তেজস্বীর উপস্থিতি নিয়ে ইতিবাচক বার্তা দেয়নি RJD-র রাজ্য নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি বৃন্দা রাই বলেছেন, “তেজস্বীজি বেলা ১২টা নাগাদ বিমানবন্দরে নামবেন। এরপর বেলেঘাটায় দুপুর ২টো নাগাদ কর্মী সম্মেলন আছে। সেখানে বক্তব্য রাখবেন তিনি। ওখান থেকে হোটেলে ফিরে যাওয়ার কথা তাঁর।” রবিবারের ব্রিগেডে তেজস্বীর যোগ দেওয়া নিয়ে বৃন্দা রাই বলেছেন, “বাংলার কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতেই কলকাতায় আসছেন তেজস্বীজি। ব্রিগেডে তিনি উপস্থিত থাকবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও খবর নেই”৷
তেজস্বী যাদব ব্রিগেডে না এলে, তা হবে মহাজোটের শুরুতে ফের ধাক্কা। এই ধাক্কা আরও জোরদার হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তেজস্বীর দেখা করার বিষয়টি প্রকাশ্যে আসতে৷ সূত্রের খবর, তেজস্বী রবিবারই দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। ব্রিগেড সমাবেশের মাত্র কয়েক ঘণ্টা আগেও তেজস্বীর অবস্থান নিয়ে ফের জল্পনা রাজ্য রাজনীতিতে। তেজস্বী যাদব ইস্যুতে বাম বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই। রবীন দেবের বক্তব্য, “আসবে বলে ঠিক হয়েছিলো। তবে এখন জানিনা।”

এদিকে রাজনৈতিক মহলের ধারনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তেজস্বী যাদব তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা বলতে পারেন। যদিও RJD-র রাজ্য সভাপতি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয় নিয়েও কোনও তথ্য নেই আমার কাছে। উনি আমাদের এই ধরণের কিছু জানাননি।”

Advt

spot_img

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...