Monday, August 25, 2025

মেরুকরণের রাজনীতির ডাক দিয়ে মালদহে উদ্ধত হুঙ্কার আদিত্যনাথের

Date:

Share post:

মালদহের (Maldah) গাজোলের সভা থেকে উদ্ধত হুঙ্কার দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিনের সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, “রাম নাম ছাড়া কিছু হয় না। যারা রামনাম পছন্দ করে না, বাংলায় তাদের জায়গা নেই”। নির্বাচনী প্রচারে মঙ্গলবার মালদহে আসেন যোগী। গাজোলে জনসভা করেন তিনি। মেরুকরণের রাজনীতি বার্তা দেন যোগী আদিত্যনাথ।

একইসঙ্গে রাজ্যের তৃণমূল (TMC) সরকারকে কটাক্ষ করেন তিনি। গাজলের জনসভায় আগাগোড়া এই রাজ্য সরকারের সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প কার্যকর করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন যোগী আদিত্যনাথ।

গাজোল কলেজ ময়দানে জেলা বিজেপি উদ্যোগে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-(Dilip Ghosh)সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। আদিত্যনাথ বলেন, “মালদহ ভারতীয় সংস্কৃতির পীঠস্থান। চৈতন্য মহাপ্রভুর এই ভূমি বৈষ্ণব ধর্মের প্রচার করতে বড় ভূমিকা নিয়েছে। বাংলায় অরাজকতা দেখলে দেশবাসীর খারাপ লাগে। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই জন্মভূমিকে আমার প্রণাম”।

পুলিশ প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন আদিত্যনাথ। কেন্দ্র ও রাজ্যে এক দলের সরকার হলে বিকাশের গতি ত্বরান্বিত হয় এবং এই কারণে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিরোধীদের বক্তব্য, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষা তলানিতে ঠেকেছে। যোগী আদিত্যনাথ আগে নিজের রাজ্য সামলান।

আরও পড়ুন- আনিসুর মামলায় রাজ্যের হস্তক্ষেপ ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য হাইকোর্টের

Advt

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...