নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি

আরও একটি রেকর্ডের সামনে দাড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। চতুর্থ টেস্টে( 4th test) ইংল‍্যান্ডের( england) বিরুদ্ধে শতরান করলেই অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরান গড়ার নজির গড়বেন তিনি।

সর্বাধিক শতরানের বিচারে এখনও রিকি পন্টিংকে  টপকে যাওয়া হয়নি বিরাটের। যদিও এবার প্রাক্তন অধিনায়ককে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ‘কিং কোহলি’-র সামনে।

পন্টিং অধিনায়ক হিসেবে করেছেন ৪১টি শতরান। এখনও অবধি ৪১টি শতরানে থমকে আছেন বিরাট। ইতিমধ্যেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলে দিয়েছেন কোহলি। দেশের মাটিতে ২২টি টেস্ট জিতে দেশের মাটিতে সর্বাধিক টেস্ট জয়ের রেকর্ড নিজের দখলে করে ফেলেছেন তিনি। এ বার শেষ টেস্টে ইংরেজদের হারানোর পাশাপাশি প্রাক্তন অজি অধিনায়ককে টপকে নতুন রেকর্ড গড়তে পারেন কি না, সেই দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:ঘোষণা করা হল ভারতীয় দল, দলে ডাক পেলেন প্রবীর, আশুতোষ মেহতারা

Advt

Previous articleআনিসুর মামলায় রাজ্যের হস্তক্ষেপ ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য হাইকোর্টের
Next articleমেরুকরণের রাজনীতির ডাক দিয়ে মালদহে উদ্ধত হুঙ্কার আদিত্যনাথের