২৫ কোটির হেরোইন পাচারের আগেই উদ্ধার! গ্রেফতার অভিযুক্ত

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবার রাতে পূর্ব বর্ধমানের রসুলপুর বাজার এলাকা থেকে উদ্ধার হল ২৫ কোটি টাকা অর্থমূল্যের হেরোইন। সঙ্গে গ্রেফতার করা হয়েছে সুনীল হাওলাদার নামে এক অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে ৫ কিলোগ্রামেরও বেশি হেরোইন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এসটিএফ।

পূর্ব বর্ধমানের আউসগ্রামের বাসিন্দা ৩৮ বছরের সুনীলকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিলেন এসটিএফ আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন, সোমবার সন্ধ্যায় রসুলপুরে তাঁর সঙ্গীদের কাছে বিপুল পরিমাণ মাদক পৌঁছে দিতে আসবেন সুনীল। ওই সূত্রের খবর অনুযায়ী সুনীলকে ধরার জন্য তৎপর হন এসটিএফ আধিকারিকেরা। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ মেমারি থানার অন্তর্গত রসুলপুর বাজার থেকে সুনীলকে আটক করেন তাঁরা।

আরও পড়ুন- আসন্ন নির্বাচনে ফের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন ট্রাম্প

 

Previous articleবিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকেই জেতান, আর্জি সিঙ্ঘুর আন্দোলনকারী কৃষকদের
Next articleনিমতিতা বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআইএ