নিমতিতা বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআইএ

গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে রাজ্যের রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা বিস্ফোরণ করে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হল এনআইএ-র হাতে। এত দিন এই বিস্ফোরণের তদন্ত করছিল সিআইডি এবং রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (‌সিট)‌।  উল্লেখ্য, ২০১৪ সালে খাগড়াগড়কাণ্ডের পর রাজ্যে দ্বিতীয় কোনও বিস্ফোরণের ঘটনার তদন্তভার নিল এনআইএ।

এদিকে, নিমতিতা–কাণ্ডে তদন্তের জন্য প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছে এনআইএ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তদন্ত যতটুকু এগিয়েছে তার কেস ফাইল, প্রমাণ, নথিপত্র এবং হেফাজতে রাখা সন্দেহভাজনদের হস্তান্তর চেয়ে রাজ্য প্রশাসনকে চিঠি লিখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই এ ঘটনায় দু’‌জনকে গ্রেফতার করেছে রাজ্য সিআইডি। সুতি থানার রঘুনাথপুর এলাকা থেকে আবু সামাদ নামে একজনকে গ্রেফতার করা করে সিআইডি। জিজ্ঞাসাবাদ করে শহিদুল শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল অর্থাৎ নিমতিতা স্টেশনে শীঘ্রই পরিদর্শন করতে যাবে এনআইএ।

আরও পড়ুন- বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকেই জেতান, আর্জি সিঙ্ঘুর আন্দোলনকারী কৃষকদের

Advt

Previous article২৫ কোটির হেরোইন পাচারের আগেই উদ্ধার! গ্রেফতার অভিযুক্ত
Next articleব্রেকফাস্ট নিউজ