Sunday, January 11, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি : মমতার ‘সিলিন্ডার মিছিল’ শিলিগুড়িতে

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে শিলিগুড়িতে ‘সিলিন্ডার মিছিল’ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত জ্বালানি বৃদ্ধির প্রতিবাদে রবিবার এই মিছিল। পেট্রোল-ডিজেলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। দাম বাড়ার ফলে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্য-নিম্নবিত্তের। দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক (ভেনাস মোড়) পর্যন্ত মিছিল করবেন মমতা। মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডার বহন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কলকাতা থেকে শনিবার বিকেলে বাগডোগরায় নামেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন তৃণমূলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন মানুষের সবচেয়ে বড় ইস্যু দ্রব্যমূল্য বৃদ্ধি। তার প্রতিবাদে‌ই কাল বেলা একটায় দার্জিলিং মোড়ে জমায়েত হচ্ছে। সেখান থেকে দু’টোয় মিছিল শুরু হবে, মিছিলে হাঁটব। গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আমরা সিলিন্ডার নিয়ে মিছিল করব। মাত্র ক’মাসে গ্যাসের দাম বেড়ে প্রায় ৮৫০ টাকা হয়েছে। ভাবতে পারেন, চাল বিনা পয়সায়, আর রান্নার গ্যাসের দামে আগুন! এরই প্রতিবাদে আমি উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছি।’

আরও পড়ুন : মোদির মেগা শো: ভোরের আলো ফুটতেই ব্রিগেড-মুখী গেরুয়া জনতা

জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, দার্জিলিং মোড়ে সবাই জমায়েত করবেন। মু্খ্যমন্ত্রী মাল্লাগুড়ির মৈনাক অতিথি নিবাসের সামনের মঞ্চে থাকবেন। পদযাত্রা শেষ হবে হাসমিচকে। তারপর সেখানে সভায় বক্তব্য রাখবেন মমতা।

রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, শিলিগুড়িতে মমতার এই পদযাত্রা শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয়, গোটা দেশের কাছে নারীশক্তির বিকাশ ও স্বনির্ভরতার বিশেষ বার্তা পৌঁছে দেবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষরিক অর্থেই নারীশক্তির বিকাশ তথা উন্নয়নের আদর্শ রোল মডেল।

Advt

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...