Monday, August 25, 2025

অপারেশন থিয়েটরেই ভিডিও কল মারফত আদালতে হাজিরা ডাক্তারের, স্তম্বিত বিচারক

Date:

Share post:

অপারেশন টেবিলে শুয়ে আছে রোগী।  চলছে অপারেশন। ছুরি, কাঁচি হাতে ভিডিও কল মারফত আদালতে হাজিরা দিলেন ডাক্তার। শুনতে অস্বাভাবিক মনে হলেও, বিষয়টি কিন্তু আদপে সত্যি। ঠিক এরকম চিত্র বাস্তবে দেখা গেল ক্যালিফোর্নিয়ায়। ডাক্তারের দোহাই, রোগীর কথা চিন্তা করেই এমন করেছেন তিনি।

অতিমারির প্রকোপ থেকে দেশকে মুক্ত করতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে। বাড়বাড়ন্ত এতটাই যে স্কুলের গণ্ডি পেরিয়ে তা এখন ডাক্তারের অপারেশন থিয়েটরেও তা পৌঁছে গিয়েছে।  তবে কোনও ডাক্তারই রোগীর ক্ষতি চান না।  তাই গুরুত্বপর্ণ অপারেশন থাকায় ভিডিও কলের মাধ্যামেই হাজিরা দিতে হয় ওই ডাক্তারকে। এমনটাই দাবি তাঁর।

জানা গিয়েছে ট্রাফিক আইন ভাঙ্গার কারণেই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ হয়। কিন্তু ওই দিন ছিল গুরুত্বপূর্ণ একটি অপারেশন। তাই রোগীর স্বার্থে অপারেশন থিয়েটর থেকেই হাজিরা দেন ডাক্তার। এপ্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার মেডিক্যাল বোর্ডের তরফে জানা গিয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। ওই ডাক্তারের নাম ডঃ স্কট গ্রিন। অতিমারীর কারণেই তিনি ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডাক্তার  জানান তাঁর সঙ্গে আরও একজন সহযোগী ডাক্তার রয়েছে। ফলে ঝুকির কোন সম্ভবনা নেই। কিন্তু ওই জায়গাতে তার আরও একটি অপারেশন রয়েছে।

অপারেশন টেবিলে নিজের বিশেষ পোশাক পরেই তিনি হাজিরা দিয়েছিলেন। এমনকি শুনানি চলাকালীন অপারেশন থিয়েটারের ভেতরে থাকা বেশ কিছু যন্ত্রপাতির আওয়াজ শোনা গিয়েছিল।ফলে প্রাথমিক ভাবে বিচারকও একটু অবাক হয়েছিলেন। তবে সেটা সামাল দিয়েই বিচারক নিজের রায় দেন।

 

Advt

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...