Tuesday, November 11, 2025

নারী দিবসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মহিলা ব্রিগেডসহ মমতা

Date:

Share post:

রাজ্যে নির্বাচনী ডঙ্কা বেজে গিয়েছে অনেক আগেই। তারই মাঝে সোমবার আন্তর্জাতিক নারী দিবস(international women day)। এমন দিনে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা ব্রিগেডসহ রাজ পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি চেনা ঢঙে মোদি-শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতেও শোনা গেল তৃণমূল নেত্রীকে। জানালেন, ‘নারী শক্তির অপমান কোনোভাবেই সহ্য করব না।’ পাশাপাশি গোটা দেশে ধর্ষণের ঘটনায় শীর্ষে রয়েছে গুজরাটের আমেদাবাদে ও উত্তর প্রদেশ, সেকথা এদিন স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পেট্রোল-ডিজেল(petrol diesel) ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিগত কয়েক দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মহিলা ব্রিগেড সঙ্গে নিয়ে কলেজস্ট্রিট থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন তিনি। বিশাল জনসমাগম সহ তৃণমূলের এই পদযাত্রা শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। নারী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই পদযাত্রায় সামনের সারিতে ছিলেন, তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সায়ন্তিকা, মানালি, সুদেষ্ণা রায়, লাভলি মৈত্র, কৌশানী ও আরও অনেক তারকা। পাশাপাশি ছিলেন তৃণমূল সাংসদ মিমি ও নুসরত জাহান। ডোরিনা ক্রসিংয়ে পদযাত্রা শেষ করার পর চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ চালাতে দেখা যায় মমতাকে।

আরও পড়ুন:১৮ মার্চ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি, প্রচার করবেন পুরুলিয়ায়

জনসভায় বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নারীশক্তিকে অপমান কোনোভাবেই বরদাস্ত করব না।’ পাশাপাশি সরাসরি নরেন্দ্র মোদীর দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, ‘আমি চেয়ারকে সম্মান করি কিন্তু একজন প্রধানমন্ত্রী এমন মিথ্যে কথা বলেন এটা তাজ্জব ব্যাপার। গোটা পৃথিবীতে এমনটা দেখা যায় না।’ জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গেও এদিন সরব হতে দেখা যায় মমতাকে। বলেন, ‘বিনা পয়সায় চাল আর সেই চাল ফোটাতে ৯০০ টাকার গ্যাস কিনতে হচ্ছে মানুষকে।’ এছাড়াও বাংলায় নির্বাচন উপলক্ষে অমিত শাহ নরেন্দ্র মোদির আনাগোনা যেভাবে বেড়ে গিয়েছে সে প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বলেন, ‘আগের দিল্লি সামলান পরে বাংলা সামলাবেন। ২ মে তৃণমূলের দিন হতে চলেছে।’

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...