Sunday, August 24, 2025

স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মুকুল রায়কে ঘিরে বিক্ষোভ রেল কর্মীদের

Date:

Share post:

স্ট্র্যান্ড রোডের (Stand Road) নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লেগে মর্মান্তিক পরিণতি হয়েছে ৯ জনের। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খবর পেয়ে গভীর রাতেই সেখানে ছুটে যান। তারও আগে থেকে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও (Sujit Bose)।

মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আর চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেখানে রেল কর্মীর মৃত্যুতে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) মাত্র ২ লক্ষ টাকা কেন? রেল তো কেন্দ্রের। ঘটনাস্থলে ঢোকার সময় বিজেপি (BJP) নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়কে (Mukul Roy) ঘিরে এই দাবিতে বিক্ষোভ দেখায় রেল কর্মীরা।

প্রসঙ্গত, স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল, সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে পূর্ব রেলের অন্যতম এই কার্যালয়ে। বহুতলটির ১৩ এবং ১৪ তলায় আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। পরে দেখা যায়, আগুনে ঝলসে এবং দমবন্ধ হয়ে চারজন দমকলকর্মী, হেয়ার স্ট্রিট থানার একজন এএসআই এবং একজন আরপিএফকর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মোট আট জনের দেহ সনাক্ত করা গিয়েছে। বাকি এক জনের নাম, পরিচয় জানা যায়নি।

মৃতদের মধ্যে অমিত ভাওয়াল (এএসআই), গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, গিরিশ দে, বিমান পুরকায়েতকে চিহ্নিত করা গিয়েছে। পূর্ব রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল এবং একজন রক্ষী রাত পর্যন্ত নিখোঁজ। ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী এসে জানান, নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। ঘটনার প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। মুখ্যমন্ত্রী এবং দমকলমন্ত্রী সুজিত বসু জানান, মৃতরা ভুল করে লিফটে চড়ে উঠে গিয়েছিলেন। সেখানেই আগুনের একটি লেলিহান শিখা তাঁদের গ্রাস করে।

পাঁচজনকে লিফটের ভিতরে এবং আরও দু’জনকে বাইরে পড়ে থাকতে দেখা যায়। আগুন লাগা বহুতলের লিফটে ওঠা বড়সড় ভুল বলে মানছেন সকলে। রেলের তরফে অসহযোগিতার অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রেলের ভবন হওয়া সত্ত্বেও তাদের তরফে কেউ আসেননি। ভবনটির ম্যাপও দমকলকর্মীরা চেয়ে পাননি। এর ফলে আগুন নেভাতে এবং উদ্ধারকাজ চালাতে দেরি হয়েছে বলে তিনি দাবি করেন। পুলিসের একটি তদন্তকারী দল রেলের গাফিলতি খতিয়ে দেখছে।

Advt

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...