ফের বাড়ছে করোনা সংক্রমণ, ৯ থেকে ৩১ শে মার্চ লকডাউন মহারাষ্ট্রের থানেতে

ফের মাত্রা ছড়াচ্ছে করোনা সংক্রমণ( corona virus)। রোজই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা(increasing the number of Corona positive)। তাই ফের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হলো মহারাষ্ট্রের থানেতে(lockdown in Thane of Maharashtra)। আগামী ৯ থেকে ৩১ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ মহারাষ্ট্রের থানের ১৬টি হটস্পটে ৯ থেকে ৩১ মার্চ লকডাউন বলবৎ থাকবে।

থানের পুর কমিশনার বিপিন শর্মা জানিয়েছেন, বেশ কিছু এলাকায় গত কয়েকদিনে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ তাই ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দেশজুড়ে লকডাউনের সময় যে বিধিনিষেধ জারি করা হয়েছিল ৯ থেকে ৩১ মার্চের মধ্যে নির্দিষ্ট কিছু এলাকায় ফের সেগুলি জারি করা হবে ৷ তবে হটস্পটের বাইরে যে এলাকাগুলি সেখানে গতিবিধির উপরে ছাড় দেওয়া হবে ৷ বর্তমানে করোনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে থানে ৷ গত ৩ দিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১০ হাজারের বেশি ৷ সোমবার অবশ্য সংখ্যা কমে হয়েছে ৮৭৪৪ ৷ এর জেরে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২,২৮,৪৭১ ৷ মৃতের সংখ্যা ৫২,৫০০ ৷ বর্তমানে রাজ্যে ৯৭৬৩৭ টি অ্যাক্টিভ কেস রয়েছে ৷

Advt