প্রার্থী হওয়ার পরে এই প্রথম নন্দীগ্রামে কর্মিসভা করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর প্রথম সভা থেকেই আক্রমণাত্মক মমতা। স্পষ্ট বললেন, “পয়লা এপ্রিল বিজেপিকে (Bjp) ভোট বাক্সে ‘এপ্রিলফুল’ করে দিন”। ফল ঘোষণার বিকেলেই বিরোধীদের খেলা শেষ বলে কার্যত বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

নন্দীগ্রামে (Nandigram) সব সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানে দাঁড়িয়ে মমতা বলেন, “নির্বাচনে হিন্দুত্বের তাস খেলতে আসবেন না। বিজেপির নাম না করে তিনি বলেন, “আমাকে হিন্দুত্বের শেখাতে আসবেন না। কেউ কেউ হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। আমি হিন্দু ঘরের মেয়ে, চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে?” সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সভা থেকে চণ্ডীপাঠ এবং শিবের স্তব শোনান তিনি। বলেন, মানুষে মানুষে ভাগাভাগি হয় না। নন্দীগ্রামই সম্প্রীতি শিখিয়েছে।

বিজেপির পাশাপাশি সিপিআইএমের (Cpim) বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, “পুরনো অত্যাচারী অনেক সিপিআইএম নন্দীগ্রামে ফিরেছে। লক্ষ্মণ শেঠের (Lakshman) সঙ্গীদের নিয়ে অত্যাচার করেছিল, তারা ঢুকছে”।

মমতা কটাক্ষ করে বলেন, ‘কেউ কেউ বলছে আমি নাকি বাইরের লোক। আমি বাংলার লোক, বাইরের লোক হলাম কী করে? গুজরাট থেকে যারা আসছে তাঁরা বাংলার লোক?” এদিন মমতার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন সোহম, ফিরোজা বিবি-সহ তিন কেন্দ্রের প্রার্থী।

আরও পড়ুন:ফের বাড়ছে করোনা সংক্রমণ, ৯ থেকে ৩১ শে মার্চ লকডাউন মহারাষ্ট্রের থানেতে