লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে মাফিয়া আঁতাতের অভিযোগ তুলে রেল লাইনে গলা দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন বিজেপি নেতা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির সপ্তগ্রামে। বিজেপির ওই নেতারা নাম নিরুপম মুখোপাধ্যায়। তিনি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সদস্য।
এদিন হুগলির সাংসদ তথা চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে নিরুপম বাবু বলেন, আমরা ১৯৮৮ সাল থেকে দল করছি। আমরা দলের পুরোনো সৈনিক। কিন্তু, লকেট সপ্তগ্রামের এক মাফিয়ার সঙ্গে গোপন আঁতাত করে তাকে ভোটের টিকিট দিতে চাইছে। এটা আমরা মেনে নেব না। আমি রেল লাইনে গলা দিয়ে মৃত্যু বরণ করে প্রতিবাদ জানাবো।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলি জেলা জুড়ে। একই সঙ্গে সপ্তগ্রামের ওই মাফিয়ার টিকিটের বিষয়টি নিয়ে বিজেপি নেতা কর্মীদের একাংশ প্রবল উৎকন্ঠার মধ্যে রয়েছেন বলেও খবর মিলেছে।
