Saturday, November 15, 2025

মমতার পায়ের চোট নিয়ে কী বলবেন বিজেপি নেতারা? পাঠ দিলেন অমিত শাহ

Date:

Share post:

নন্দীগ্রামে মনোনয়ন পেশ( got injury on the day of nomination filling) করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata in Banerjee Injured In Nandigram) পায়ে আঘাত লাগা নিয়ে কোনও নেতাই প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। এই ভোট আবহে (West Bengal Assembly Election 2021) রাজ্য বিজেপি তথা বঙ্গ বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্টভাবে একথা জানিয়ে দিল।

সোমবার রাতে কলকাতার ওয়েস্টিন হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) এর নেতৃত্বে একটি বৈঠক বসে। বৈঠকে ছিলেন জেপি নাড্ডাও। দুজনেই স্পষ্ট জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে কোনও মন্তব্য গণমাধ্যম বা প্রকাশ্য সভায় করা যাবে না। যদি একান্তই কিছু বলতেই হয়, সেক্ষেত্রে কেবল দুটি বিষয় বলা যেতে পারে বলে শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে। এ ব্যাপারে রীতিমতো পাঠ পড়িয়ে দেওয়া হয়েছে। ‘আমরা ওঁর আরোগ্য কামনা করি। ওঁ সুস্থ হয়ে উঠুক’ , ঠিক এই উত্তরটিই এবার থেকে দেবেন বিজেপি নেতারা। এর বেশি আর একটিও শব্দ বলা চলবে না। যা কিছু বলার নির্বাচন কমিশনই মন্তব্য করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

গত বুধবার নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। সে সময় অনেক বিজেপি নেতাই কটাক্ষ করছিলেন। কোনও কোনও ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণও হচ্ছিল। তাতে যারপরনাই বিরক্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ভোটের আগে সবাইকে লাগাম পড়াতে ব্যস্ত কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। কারণ, বিজেপি নেতারা যত বেশি কটাক্ষ করছেন, তাতে মাইলেজ পাচ্ছেন আদতে নেত্রীই। তিনি বাংলার মানুষের সেন্টিমেন্ট কুড়োচ্ছেন।

 

Advt

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...