কোন স্ট্রাটেজিতে কুপকাত ইংল‍্যান্ড? জানালেন শার্দুল

ভুবনেশ্বর কুমারের( bhuvneshwar kumar) বুদ্ধিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ( t-20) ম‍্যাচে ইংল‍্যান্ড ( england)রান সংখ‍্যা বাড়তে পারেনি। মঙ্গলবার তৃতীয় টি-২০ ম‍্যাচে নামার আগে এমনটাই জানালেন শার্দুল ঠাকুর( shardul thakur)।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে আরও রান সংখ‍্যা বাড়াতে পারত বেন স্টোকস, ইয়ন মর্গ‍্যানরা। কিন্তু ভুবির পরামর্শে রান সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় ইংরেজরা। এই নিয়ে শার্দুল বলেন,” প্রথম ওভার বল করেন ভুবি। সঙ্গে সঙ্গে ও বাকি বোলার এবং বিরাট কোহলিকে বলেন, পিচে বল থমকে যাচ্ছে। কম গতির বল এমন পিচে বেশি কার্যকর হবে। সেটাই করা হয়। আর সেই কারণেই বিপদে পড়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।”

শুকনো পিচে বল করার ফলে বলের গতির পরিবর্তন শিখতে পেরেছেন বলে জানান শার্দূল ঠাকুর। এদিন তিনি বলেন, “ভারতের বেশির ভাগ সময় শুকনো পিচে খেলতে হয়। ক্রস সিমে বল করলে বোলারদের পক্ষেও বোঝা সম্ভব হয় না বল লাফাবে কি না। তাই শুকনো পিচে এই ধরনের বলে বিপদে পড়ে ব্যাটসম্যানরা।”

আরও পড়ুন:বার্সার জার্সি গায়ে রেকর্ড গড়লেন মেসি

Advt

Previous articleমীরজাফররা চলে গিয়েছে, বেঁচে গিয়েছি: দলত্যাগীদের তীব্র কটাক্ষ মমতার
Next articleবিষ্ণুপুরে নাড্ডার রোড শো জমলো না