Monday, November 10, 2025

আদি বিজেপিদের এত ক্ষোভ কেন? জানতে দিলীপ-রাহুলকে তলব নাড্ডার

Date:

Share post:

বিজেপির প্রথম চারদফা প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে দিকে দিকে বিদ্রোহ দেখা দিয়েছে প্রার্থীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ, অভিযোগ উগরে দিয়েছেন আদি বিজেপি (Bjp) নেতা-কর্মীরা। রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda)। এবার দিল্লিতে তিনি ডেকে পাঠালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha)। এই দেখে রাজনৈতিক মহলের মত। আদি বিজেপি নেতাকর্মীদের উপরেই এবার ভরসা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন-ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ নয়, জানাচ্ছে নির্বাচন কমিশন

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদি বিজেপি কর্মীরা। তাঁদের মতে, একসময় এঁদের ‘অত্যাচারের’ এলাকাছাড়া হতে হয়েছিল বিজেপি কর্মীদের। এখন তাঁদের সমর্থনে প্রচার করা সম্ভব নয়। কোথাও আবার দীর্ঘদিনের বিজেপি নেতাকে টিকিট না দিয়ে দেওয়া হয়েছে তৎকাল বিজেপি নেতাকে। সেখানেও ক্ষোভ দেখা দিয়েছে। এবং সেটা শুধু দলীয় কার্যালয়ের মধ্যেই নয় প্রকাশ্যে রাস্তায় এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে দিলীপ এবং রাহুলকে নাড্ডা ডেকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর।

এদিকে এদিনই নাড্ডার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। এবার তিনিও তার পুরনো এলাকা থেকেই বিজেপির টিকিট লড়বেন। তবে, বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে কিছু জানাতে চাননি রাজীব।

Advt

spot_img

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...