রোড শো-এ জনসমুদ্র: লোক নেই বলে পরপর সভা বাতিল বিজেপির, কটাক্ষ অভিষেকের

শালতোড়ায় দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁদের হুডখোলা গাড়িকে কেন্দ্রে রেখে রাস্তা দিয়ে যতদূর চোখ যায় শুধু কালো মাথা। শালতোড়ার রাস্তা জনসমুদ্রের রূপ নেয়। যে জায়গায় দাঁড়িয়ে অভিষেক বক্তৃতা দেন, সেই রাস্তার মোড়ে গলিগুলোতে পর্যন্ত তৃণমূল (Tmc) কর্মী-সমর্থকসহ স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে তাঁর ভাষণ শোনেন। জনগণের উপস্থিতি দেখে তৃণমূল সাংসদ বলেন, প্রখর রোদ্দুর মাথায় করে এতটা রাস্তা হেঁটে যাঁরা এসেছেন এবং দাঁড়িয়ে বক্তৃতা শুনছেন- তাঁরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে তৃতীয়বারের জন্য তৃণমূলকে জেতাবেন। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) মুখ্যমন্ত্রী হিসেবে বসাবেন।

বাঁকুড়ার (Bankura) তৃণমূল প্রার্থীকে নিয়েই বুধবার রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা বিজেপিকে কটাক্ষ করেন তিনি। বলেন, লোক হবে না বলে পরপর সভা বাতিল করছেন বিজেপি (Bjp)নেতৃত্ব। আর তৃণমূল নেত্রী ভাঙা পা নিয়েই লড়াই করছেন।

আরও পড়ুন:মমতাতেই আস্থা মুসলিমদের, প্রার্থী দিতে হিমশিম ভাইজানের

অভিষেক অভিযোগ করেন, “যত জয় শ্রীরাম বলেছে, তত বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম”। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেকোনো জায়গায় দুমিনিট কিছু না দেখে বাংলায় ভাষণ দিয়ে দেখান। শুধু তাই নয়, তৃণমূল সাংসদ বলেন তিনি এক টানা যতক্ষণ বলবেন ততক্ষণ হিন্দিতে বক্তৃতা দিতে পারেন।

Advt