Sunday, August 24, 2025

জুভেন্তাস থেকে ফের প্রাণের ক্লাব রিয়ালে ফিরছেন রোনাল্ডো, ইঙ্গিত জিদানের

Date:

Share post:

২০১৮ বিশ্বকাপের মাঝেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর নতুন গন্তব্যও জুভেন্তাস। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড গড়ে ইতালির সবচেয়ে জনপ্রিয় ক্লাবে চলে গিয়েছিলেন রোনাল্ডো।

জুভেন্টাস পর্তুগিজ তারকাকে রেকর্ড অর্থে নিয়েছিল চ্যাম্পিয়নস লিগে দু’যুগের ব্যর্থতা ঢাকতে। “CR-7 ছোঁয়ায় মহাদেশসেরা ক্লাব হওয়ার স্বপ্ন পূরণ করতে। রোনাল্ডোও চেয়েছিলেন নতুন ক্লাবের জার্সিতে ইউরোপ সেরা হয়ে নিজেকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে। আর রিয়াল চেয়েছিল ক্রিশ্চিয়ানোকে ছেড়ে নতুন প্রজন্মকে ঘিরে ভবিষ্যত গড়তে।

তিন বছর যাওয়ার আগেই প্রত্যেকে নিজের ভুল বুঝতে পারছে। রোনাল্ডো নিজেও চাইছেন ক্যারিয়ারটা রিয়ালেই শেষ করতে। কোচ জিনেদিন জিদানও জানিয়ে দিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফের রিয়ালের জার্সিতে দেখা যেতেই পারে!

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে জুভেন্টাস। রিয়াল ছাড়ার পর এ নিয়ে টানা তিনবার ইউরোপের সেরা প্রতিযোগিতা থেকে সেমিফাইনাল না খেলেই বিদায় নিলেন পর্তুগিজ উইঙ্গার। এরপর থেকেই গুঞ্জন, চ্যাম্পিয়নস লিগে তাঁকে সাফল্য এনে দেওয়ার মতো স্কোয়াড আছে, এমন কোথাও যেতে চান এই ফরোয়ার্ড।

আরও পড়ুন- আইসিসির টি-২০ র‍্যাঙ্কিং এ পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট

ওদিকে জুভেন্টাসও তাঁকে ছাড়তে আগ্রহী। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ক্লাবের আর্থিক অবস্থা সংকটের মুখে ফেলে দিয়ে রোনাল্ডোকে নিয়েছিল তারা। কিন্তু কর ছাড়াই মহাতারকার পিছনে বছরে ৩ কোটি ইউরো দেওয়ার প্রভাব ধীরে ধীরে টের পাচ্ছে ইতালির দলটি। করোনা ভাইরাস ক্লাবের আর্থিক অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে এলেও তাঁর পাশে ভালো খেলোয়াড় পাওয়া দুষ্কর।

এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়ালে ফেরার গুঞ্জন উসকে দিয়েছেন খোদ জিদান। চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ রিয়ালের। CR-7 চলে যাওয়ার পর থেকে শেষ ষোলোই পার হতে পারছে না তারা। দলে যে গোল করার লোকই নেই! এ সময় স্কাই ইতালিয়া জিদানের কাছ থেকে একটি সাক্ষাৎকার নিয়েছে। সেখানেই উঠে এসেছে এই প্রসঙ্গ, “এটা রোনাল্ডোর রিয়ালে ফেরার সঠিক সময় হতেই পারে। আমরা সবাই ওকে জানি এবং ওর কোচ হওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে। ও দুরন্ত এক ফরোয়ার্ড। দেখি না ভবিষ্যতে কী হয়।”

উল্লেখ্য, রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতা হয়ে রেকর্ড বুকে নাম লিখিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advt

spot_img

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...