Tuesday, May 6, 2025

অন্ধ ভালবাসা দিয়েছি, আর না: নাম না করে ‘গদ্দার’দের তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

এগরার জনসভা থেকে নাম না করে তৃণমূলত্যাগীদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এক তিরে বিঁধলেন বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারীকেও (Shubhendu Adhikari)।

শুক্রবার, পূর্ব মেদিনীপুর জুড়ে তিনটে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুর পৌনে একটা নাগাদ এগরায় প্রথম সভাটি করেন মমতা। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলনেত্রী (Tmc)। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারী তথা কাঁথির অধিকারী পরিবারকে তীব্র কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, “অনেক অন্ধ ভালোবাসা ওদের দিয়েছি। তার বদলে কী দিয়েছে! আর না। এক ইঞ্চি জমিও বিনাযুদ্ধে ছাড়ব না”। অর্থাৎ নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের সব আসনে জিততে তৃণমূল যে মরিয়া তা স্পষ্ট জানিয়ে দেন মমতা।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু সেখানেই নয়, অনেক জায়গাতেই সদ্য তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীদের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিনের সভা থেকে সে বিষয়ে নিয়েও তোপ দেগেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “বিজেপির পুরনো নেতারা ঘরে বসে কাঁদছেন। আর অন্য দল ছেড়ে যে গদ্দাররা বিজেপিতে গিয়েছে, তাদের প্রার্থী করা হয়েছে”।

এদিন মমতা বলেন, এবার থেকে সরকারি প্রকল্পের টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছবে। দলবদলুদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু বিশ্বাসঘাতক বাজে কাজ করেছে। এখন তারা তৃণমূল ছেড়ে অন্য দলের গিয়েছে। সুতরাং এবার থেকে সবার প্রাপ্য সরাসরি পাওয়া যাবে। মমতা বলেন, যারা একসময় সিপিআইএমের (Cpim) হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাইরে থেকে লোক এনে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। পাড়ায় পাড়ায় এ বিষয়ে নজর রাখতে বলেছেন মমতা। বহিরাগতদের আটকাতে মহিলাদের সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী।

Advt

spot_img

Related articles

পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

জম্মু-কাশ্মীরে (J & K) যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মেন্ধার যাওয়ার পথে পুঞ্চ জেলার খোর ধারায়...

মুখে ঝামা ঘষা হল! জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

আমাকে বলেছিল, আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath...

টালা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোডাউন! ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি, আহত ৪

ঘুমের মাঝেই মারাত্মক কাণ্ড, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ। উত্তর কলকাতার (North Kolkata) টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনের...

সীমা টপকে ভারতে! কাশ্মীরে গ্রেফতার পাক যুবক

ভারত পাকিস্তান অশান্তির পরিস্থিতিতে ফের এক পাক নাগরিক গ্রেফতার ভারতীয় সেনার (Indian Army) হাতে। গ্রেফতার পাক নাগরিক নাবালক...