ভয়াবহ হচ্ছে করোনা, ৫ রাজ্যে আতঙ্ক, ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৪ জনের, হেলদোল নেই বাংলার

ভারতে ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে করোনাভাইরাস৷ পাঁচ রাজ্য কার্যত বিধ্বস্ত৷ হেলদোল নেই বাংলার, রাজ্য এখনও দর্শক৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ১৫৪ জনের৷ গত ২৯ নভেম্বরের পর এদিনের সংখ্যাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। স্বাস্থ্যমন্ত্রক কঠোরভাবে করোনাবিধি মেনে চলার নতুন নির্দেশ দিয়েছে এদিন৷

দেশজুড়ে ফের আশঙ্কা বাড়িয়ে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯,৭২৬ জন। এবং তার থেকেও বেশি আতঙ্কের, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে দেশে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,১৫,১৪,৩৩১ জন।দেশের একাধিক রাজ্য করোনা-হানায় ফের বিপন্ন৷ মহারাষ্ট্র, কেরালা, পঞ্জাব, কর্নাটক ও গুজরাটের পরিস্থিতি এককথায় ভয়ঙ্কর। কেন্দ্রের তথ্য বলছে, এই ৫ রাজ্যে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে গত ২৪ ঘন্টায়। গত সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ হাজার৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে মহারাষ্ট্রের অবস্থাই সর্বাধিক উদ্বেগজনক৷ মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫, ৮৩৩ জন।মৃত্যু হয়েছে ৫৮ জনের। ২০২০ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ সংক্রমণের সময় একদিন আক্রান্ত হয়েছিলেন ২৪ হাজারের কাছাকাছি৷ বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙ্গে গিয়েছে৷ মহারাষ্ট্রে করোনার ভাইরাসে সবচেয়ে আক্রান্ত জেলা নাগপুর।

বাংলায় এখন ভোটের প্রচার চলছে জোরকদমে৷ হেভিওয়েট নেতানেত্রী থেকে দলীয় কর্মী-সমর্থক, কেউই মানছেন না করোনা-প্রোটোকল৷ ভিন রাজ্য থেকে লোকজনের যাতায়াতও কার্যত অবাধ৷ করোনাভাইরাস নিয়ে সামান্যতম সতর্কতাও রাজ্যে নেই৷ ফলে যে কোনও মুহুর্তে করোনার দ্বিতীয় ঢেউ তছনছ করে দিতে পারে পশ্চিমবঙ্গকে৷ দেশের অন্যান্য রাজ্যে করোনার দাপাদাপি দেখেও প্রশাসনিকস্তর এখনও নীরব, যেন অপেক্ষা করছে অতিমারির৷

আরও পড়ুন:এখনই স্যোশাল মিডিয়ায় নজরদারির জন্য নিয়ন্ত্রক নয়, জানাল কেন্দ্র

Advt