কালনায় প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুকে পছন্দ নয়, তৃণমূলের হয়ে প্রচার শুরু বিজেপি কর্মীদের

প্রার্থী (Candidate) পছন্দ নয়, তাবলে তৃণমূলের (TMC) হয়ে প্রচার শুরু বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের? হ্যাঁ, এবার এমনটাই ঘটল। কালনা (Kalna) বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তৃণমূলের দলছুট বিশ্বজিৎ কুণ্ডু, আর তাঁকে প্রার্থী হিসেবে পছন্দ না হওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। কালনা এলাকার উত্তর গোয়াড়া গ্রামে বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলের পতাকা তুলে নিয়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু করেছেন। তাঁদের অনেকের অভিযোগ, টেট কেলেঙ্কারির নায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূল, আর তাঁকেই কি-না প্রার্থী করলো বিজেপি! এটা মেনে নেওয়া যায় না। তাই বিজেপির অনেকেই ভোটের আগে বসে গিয়েছেন। কেউ কেউ আবার সরাসরি প্রতিবাদ জানিয়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু করেছেন। যা নিয়ে প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির।

এদিকে, দক্ষিণ দিনাজপুরের বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ দলীয় কর্মীদের, গো ব্যাক স্লোগান। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের নাম ঘোষণার পরই ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা। ইটাহার-বালুরঘাট রাজ্য সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বহিরাগত বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগানও দেন দলীয় কর্মীরা। স্থানীয় প্রার্থীর দাবিতে অনড় বিজেপি কর্মী-সমর্থকরা। ইসলামপুরে বিজেপির প্রার্থী বদলের দাবিতে পার্টি অফিসের সামনে টায়ারে আগুন, বিক্ষোভ।

একই ছবি মালদহের মানিকচকে। বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ, দলীয় কার্যালয়ে ভাঙচুর মানিকচকে। গৌর মণ্ডল বিজেপি প্রার্থী হওয়ায় জেলা মালদহ পার্টি অফিসে ব্যাপক উত্তেজনা। দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান বিজেপির কর্মী-সমর্থকরা। ব্যাপক বিক্ষোভ চলছে। মুর্শিদাবাদের কান্দিতে প্রার্থী পছন্দ নয়, বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের।

আরও পড়ুন:ভয়াবহ হচ্ছে করোনা, ৫ রাজ্যে আতঙ্ক, ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৪ জনের, হেলদোল নেই বাংলার

Advt

Previous articleভয়াবহ হচ্ছে করোনা, ৫ রাজ্যে আতঙ্ক, ২৪ ঘন্টায় মৃত্যু ১৫৪ জনের, হেলদোল নেই বাংলার
Next articleWorld Sleep Day 2021 : যারা ঘুম ‘অপছন্দ’ করেন তাঁরা দেখুন নিজেদের জন্য কী বিপদ ডেকে আনছেন