Sunday, August 24, 2025

“বাংলা নিজের মেয়েকেই চায়”, দিদির সবুজ সাথী সাইকেলে চেপে মনোনয়ন লাভলির

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনে (Assembly Election) শাসক-বিরোধী টলিউডের (Tollywood) দাপাদাপি। প্রার্থী তালিকায় তারকার চমক। ভোট প্রচারেও একের পর এক অভিনবত্ব। তবে সব কিছুকে ছাপিয়ে গেলেন সোনারপুরে দক্ষিণ ( Dinajpur South) কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC) লাভলি মৈত্র (Lucky Montri)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “সবুজ সাথী” সাইকেলে চেপে ”খেলা হবে…” স্লোগানের তালে তালে ব্যাট হাতে আজ মনোনয়নপত্র জমা দিতে এলেন টলি তারকা লাভলি!

আজ, শুক্রবার বারুইপুর কোর্টের সামনে থেকে সাইকেলে চেপে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত আসেন লাভলি মৈত্র। প্রায় হাফ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে মহকুমাশাসকের দফতর পর্যন্ত আসেন তিনি।

মনোনয়ন জমা দেওয়া ঘিরে এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতির পাশাপাশি রাস্তার দু’পাশে পথ চলতি মানুষ লাভলিকে একপলক দেখার জন্য ভিড় জমিয়ে ছিলেন। সমর্থকদের ডিজে গাড়িতে তখন “খেলা হবে” রিমিক। কর্মী-সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে নাচতেও দেখা গেল প্রার্থী লাভলি মৈত্রকে।

মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভলি মৈত্র বলেন, “খেলা হবে। দলের এত কর্মী-সমর্থকের ভালোবাসা এবং সম্মানে আজ আমি অভিভূত। আজ আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। এত মানুষের সমর্থন পাচ্ছি, নিজের জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।”

জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী লাভলি মৈত্র যে বিরোধী পক্ষের কোনও প্রার্থীকেই চোখে পড়ছে না তাঁর। তাঁর কথায়, “বিরোধী দলের কোনও ক্যাপ্টেন নেই এবং খেলোয়াড়ও নেই।”

টলিউড সহকর্মী অঞ্জনা বসুর প্রতি শ্রদ্ধা থাকলেও, তাঁকে যে তিনি এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, তা বুঝিয়ে দিলেন কথাতেই। লাভলি মৈত্র অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি বাংলার সংস্কৃতি নষ্ট করছে।”

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...