রেকর্ড গড়লেন আফগানিস্তানের( Afghanistan) ক্রিকেট অধিনায়ক আসগর আফগান(asghar afghan) । টি-২০(t-20) ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন তিনি। এই রেকর্ড গড়তেই ছুয়ে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে( mahendra singh dhoni)।

৭৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনি জিতেছেন ৪১ টি ম্যাচ। ৫১টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনিকে স্পর্স করলেন আফগান। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছেন আফগানরা। শেষ ম্যাচে জিতলেই ধোনিকেও টপকে যাবেন আসগর।

৫১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ৯টি ম্যাচে হেরেছেন আসগর। টি-২০ ক্রিকেটে ধোনি পরাজিত হয়েছিলেন ২৮টি ম্যাচে।

আরও পড়ুন:অল ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালে সিন্ধু