মমতার চোটকাণ্ডে রিপোর্ট দিতে দেরি, কমিশনকে জানাল ডিজির যৌথ কমিটি

মমতার চোটকাণ্ডে রিপোর্ট দিতে আরও সময় লাগবে বলে নির্বাচন কমিশনকে(Election Commission) জানাল ডিজির যৌথ কমিটি। ভোটপ্রচারে নন্দীগ্রামে(Nandigram) যাওয়ার পর পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhaya)। এরপর এইনিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কিন্তু মমতার দুই নিরাপত্তারক্ষী কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁদের বয়ান এখনও নেওয়া যায়নি। এদিকে হুইলচেয়ারে বসেই জেলা সফর করছেন তৃণমূল নেত্রী। তাই তাঁর চালক ও নিরাপত্তা কর্মীদের বয়ান নথিবদ্ধ করা যায়নি। তাই রিপোর্ট দিতে সময় লাগছে বলে কমিশনকে জানানো হয়েছে।

প্রসঙ্গত নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করার দিনই পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। দুর্ঘটনার অভিযোগে বিজেপিকেই নিশানা করে তৃণমূল। বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এপর্যন্ত একটি ‘কমিটি’ গঠন করা হয়েছে। তারা মনে করছেন, মনোনয়নপত্র পেশের দিন মমতার নিরাপত্তায় বড়সড় ত্রুটি ছিল। সেই কারণেই ঘটনার পরের দিনই মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা বিবেক সহায়-কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। এনিয়ে ১৭ মার্চের মধ্যে মুখ্যসচিবকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছিল। কীভাবে এই আঘাত লাগল, সেই সময় কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, সেই তথ্য পেতে চাইছে কমিশন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক থেকে শুরু করে গাড়ির চালকের কী ভূমিকা ছিল,তার উল্লেখ থাকতে হবে রিপোর্টে। তাই সেদিন ঠিক কী ঘটেছিল, কার কী ভূমিকা ছিল, তা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনও রিপোর্ট দেওয়া যাবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advt

Previous articleধোনির রেকর্ড স্পর্শ করলেন আসগর
Next articleভোটবঙ্গে তৃণমূলে যোগ টলিউডের সেলিব্রিটি দম্পতি নীল-তৃণার