Saturday, August 23, 2025

উত্তরপাড়ায় বিজেপির প্রবীর ঘোষালের গলার কাঁটা নির্দল কৃষ্ণা

Date:

Share post:

হুগলির (Hoogli) উত্তরপাড়া (Uttorpara) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের (Prabir Ghosal) গলার কাঁটা হয়েই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya)। উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে (Bjp) যোগদানকারী বিধায়ক প্রবীর ঘোষালের নাম যেদিন ঘোষণা হয়েছে, সেদিন থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য-সহ আদি বিজেপি কর্মী-সমর্থকরা।

কৃষ্ণা ভট্টাচার্যের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত প্রবীর ঘোষালকে পুরোনো বিজেপির কর্মী-সমর্থক এবং স্থানীয়রা মানছেন না। প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে তৃণমূলের (Tmc) হয়ে দাঁড়ালেও জিততে পারতেন না। সেটা বুঝতে পেরে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। আর তিনি বিজেপিতে যোগ দিয়েছে। কৃষ্ণার অভিযোগ, বিভিন্ন দুর্নীতিতে প্রবীর ঘোষালের নাম জড়িয়েছে। আর সেই তাঁকে বিজেপি উত্তরপাড়ার থেকে প্রার্থী করেছে। দলকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তিনি নিজে নির্দল হয়ে দাঁড়িয়ে উত্তরপাড়া থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিতবেন বলে আশাবাদী কৃষ্ণা ভট্টাচার্য।

আরও পড়ুন:“বিজেপি হাজার হাজার কোটি টাকার মালিক, সেই টাকা থেকে গুণ্ডা পোষে”, গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ মমতার

সোমবার, মনোনয়ন জমা দেবেন বলে এদিন জানান কৃষ্ণা ভট্টাচার্য। আর নির্দল হয়ে দাঁড়ালে পুরোনো দিনের বিজেপির কর্মী-সমর্থকরা তাঁর হয়েই লড়াই করবে বলে জানান কৃষ্ণা। উত্তরপাড়া থেকে কৃষ্ণা ভট্টাচার্য নির্দল হয়ে ভোটে লড়ার কথা ঘোষণা করায় প্রবীর ঘোষালের গলায় কাঁটার মতোই বিঁধবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

spot_img

Related articles

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...