Thursday, August 21, 2025

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে বাজিমাত সচিনদের

Date:

Share post:

জমাটি লড়াই হল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে । মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা লেজেন্ডস ও ইন্ডিয়া লেজেন্ডস।
সচিন তেন্ডুলকর বনাম সনৎ জয়সূর্য। ন’য়ের দশকের সেই লড়াই ফের চাক্ষুষ করার সুযোগ পেলেন ক্রিকেটপ্রেমীরা। যদিও এই লড়াইয়ে জয় পেয়েছেন সচিনই। চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া লেজেন্ডস। ফাইনালে ১৪ রানে জয় পেলেন সচিনরা।
টসে জিতে প্রথমে ইন্ডিয়া লেজেন্ডসকে ব্যাটিং করতে পাঠান শ্রীলঙ্কা লেজেন্ডসের অধিনায়ক তিলকরত্নে দিলশন। ব্যাটিং করতে নেমে বড় রান করে ইন্ডিয়া লেজেন্ডস। ওপেন করতে নেমে বীরেন্দ্র সহবাগ ১০ ও সচিন তেন্ডুলকর ৩০ রান করেন। তিন নম্বরে নেমে বদ্রীনাথ করেন ৭ রান। এরপর ইনিংসের হাল ধরেন যুবরাজ সিংহ ও ইউসুফ পঠান। যুবরাজ ৪১ বলে ৬০ রান করেন। তিনি চারটি করে বাউন্ডারি ও ছক্কা মারেন। ইউসুফ ৩৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। ইউসুফের ভাই ইরফান পঠান ৮ রান করে অপরাজিত থাকেন। ইন্ডিয়া লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে। শ্রীলঙ্কা লেজেন্ডসের হয়ে একটি করে উইকেট নেন রঙ্গনা হেরাথ, জয়সূর্য, ফারভিজ মাহরুফ ও কৌশল্যা বীরারত্নে।

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা লেজেন্ডসের ইনিংসের শুরুটা ভালই করেছিলেন সনৎ জয়সূর্য ও দিলশন। ওপেনিং জুটিতে যোগ হয় ৬২ রান। জয়সূর্য ৪৩ ও দিলশন ২১ রান করেন। এরপর চামারা সিলভা ২ ও উপুল থরঙ্গা ১৩ রান করেন। শেষদিকে লড়াই করেন চিন্তকা জয়সিংঘে ও কৌশল্যা বীরারত্নে।

তবে শেষপর্যন্ত জয় তুলে নেয় ইন্ডিয়া লেজেন্ডস। বীরারত্নে করেন ৩৮ রান। জয়সিংঘে ৪০ রান করেন। নুয়ান কুলশেখরা রান করে অপরাজিত থাকেন। ফারভিজ মাহরুফ প্রথম বলেই আউট হয়ে যান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পান ইউসুফ। তিনি দু’টি উইকেট নেন। দু’টি উইকেট নেন ইরফানও। একটি করে উইকেট নেন মনপ্রীত গোনি ও মুনাফ পটেল। ৭ উইকেটে ১৬৭ রানেই থেমে যায় শ্রীলঙ্কা লেজেন্ডসের ইনিংস।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...