Tuesday, May 6, 2025

বিজেপির রাজ্য সভাপতিকে ‘গার্ড অব ওনার’ দিয়ে প্রশ্নের মুখে উত্তরাখণ্ড পুলিশ

Date:

Share post:

বিজেপি(BJP) রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার উত্তরাখণ্ডের বাগেশ্বর পৌঁছেছিলেন মদন কৌশিক(Madan Kaushik)। সেখানেই উত্তরাখণ্ডের বিজেপি সভাপতিকে ‘গার্ড অব অনার’ দিল উত্তরাখণ্ড পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ নিয়ম অনুযায়ী কোনও রাজনৈতিক দলের সভাপতিকে ‘গার্ড অফ অনার(guard of honour)’ দিতে পারে না প্রশাসন। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বাগেশ্বর জেলার পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব(Amit Srivastava)।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব জানান, একজন রাজনৈতিক ব্যক্তিকে ‘গার্ড অফ অনার’ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। বিজেপির রাজ্য সভাপতির নিরাপত্তার জন্য হেলিপ্যাডে পুলিশকর্মীদের পাঠানো হয়েছিল। পুলিশ লাইনের যিনি আইয়ার বর্তমানে তিনি ছুটিতে হয়েছে। তাঁর পরিবর্তে যিনি দায়িত্বে ছিলেন তিনি এই কাজটি করেছেন। গোটা ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যিনি দোষী সাব্যস্ত হবেন তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার পুলিশ সুপার। এদিকে এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হতেই বিজেপির মুখপাত্র সুরেশ জোশি বলেন, ‘মদন কৌশিক বহু বছর ধরে মন্ত্রী ছিলেন। পুলিশ হয়তো সেইজন্যই ভুল করে গার্ড অফ অনার দিয়েছে। এতে রাজনীতির কিছু নেই ভুল যে কারও দ্বারাই হয়।’

আরও পড়ুন:তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে, দাবি শমীকের

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে ‘উত্তরাখণ্ড পরিবর্তন পার্টি’র অধ্যক্ষ পি সি তিওয়ারি। তিনি বলেন, বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে। গোটা রাজ্য জুড়ে সরকারি আধিকারিকরা বিজেপির চাপের মুখে কাজ করছে। এই ঘটনা তারই প্রমাণ। যদি বিজেপি রাজ্য সভাপতি কে গার্ড অব অনার দেওয়া হয় তাহলে তো সমস্ত দলের সভাপতিদেরই ‘গার্ড অফ অনার’ দেওয়া উচিত পুলিশের। কংগ্রেসের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে, ‘বিজেপি শাসনে রাজ্য পুলিশ কী অবস্থায় রয়েছে এই ঘটনা তার উজ্জ্বল প্রমাণ। অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত।

Advt

spot_img

Related articles

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...