কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরই ওয়েস্ট বেঙ্গল পেনকক সিলাট টিম জম্মু কাশ্মীরের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হল । নবম সিনিয়র ন্যাশনাল পেনকক সিলাট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তারা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এই সিনিয়র দলে আছেন রাজা দাস, সিপক মাহাতো, জয়শন কুমার দাস, সুজন মাঝি,যশ গুপ্ত, বিশ্বকর্মা মাহাতোকে, প্রশান্ত বৈদ্য।
দলের কোচ মুকেশ কুমার শর্মা এবং ম্যানেজার রাজা দাসও দলের সঙ্গে গিয়েছেন।
কোচ জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আমাদের প্রতিযোগীরা অংশ নেবে।করোনা আবহের মধ্যেও রাজ্যের জন্য পদক আনবেই আমাদের প্রতিযোগীরা ।
