Thursday, January 15, 2026

ভোটের মুখে জেলায় জেলায় হিংসার ঘটনা, ISF-TMC সংঘর্ষে আহত ৩

Date:

Share post:

পশ্চিমবঙ্গে (West Bengal) প্রথম দফা ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই জেলায় জেলায় হিংসার ঘটনা। শুক্রবার সকালে শালবনীর (Shalboni) জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মী ঝুলন্ত দেহ। এরপর দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। গুরুতর আহত হয়েছেন ৩ জন। সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

শনিবার প্রথম দফার ভোট হবে এই জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যে জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যসচবি ও ডিজি। কড়া ভাষায় জানিয়েছেন, “রাজ্যে ভোটে হিংসার ৫০ বছরের ট্র্যাডিশন এবার ভাঙতেই হবে। কোনও উপরওয়ালার মুখাপেক্ষী হয়ে না থেকে রুল বুক মেনে ব্যবস্থা নিতে হবে।” কিন্তু তাতেও কাজ হচ্ছে না। হিংসার ঘটনা অব্যাহত।

আরও পড়ুন-ভোটের মুখে শালবনীতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

জানা গিয়েছে, ভাঙড় (Bhangar) বিধানসভার কাশীপুর থানার মাঝেরহাট গ্রামে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ISF এবং TMC-র কর্মীদের সংঘর্ষে জড়ায়। বৃহস্পতিবার রাতে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনার জেরে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ-ই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...